Login to your account

Username *
Password *
Remember Me
Monday, 06 May 2024

একাধিক বাড়ির মালিক, নির্মাণাধীন বহুতল ভবনের মালিক; এমনকি নিজেরা ও তাঁদের সন্তানেরাও সচ্ছল—এমন বীর মুক্তিযোদ্ধারা বাড়ি বরাদ্দ পেয়েছেন। অথচ দিনমজুরি করেন, টিনের ঘরে বসবাস, আর্থিক অবস্থাও ভালো নয়—এমন বীর মুক্তিযোদ্ধারা ‘বীর নিবাস’ বরাদ্দ পাননি। নবীগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি বাড়ি (বীর নিবাস) বরাদ্দ অনিয়ম তথ্য গোপন এবং স্বজনপ্রীতির অভিযোগ এনে  জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন অসচ্ছল ৫  বীর মুক্তিযোদ্ধারা। অভিযোগ সূত্রে জানাযায়, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় সারা দেশে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারকে এক তলাবিশিষ্ট বীর নিবাস বরাদ্দ দেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এ সুবিধাভোগী নির্বাচন বিষয়ক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কমিটিতে সদস্য হিসেবে থাকেন স্থানীয় সংসদ সদস্যের নির্বাচিত একজন বীর মুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা প্রকৌশলী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আবেদন করেও ঘর পাননি, বীর মুক্তিযোদ্ধা প্রণব কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা সুনীল গোপ, বীর মুক্তিযোদ্ধা নীলকন্ঠ দাশ,বীর মুক্তযুদ্ধা সুনীল দাশ,বীর মুক্তিযোদ্ধা জ্যোতিময় দাশের পুত্র জিতেন্দ্র দাস। অভিযোগ রয়েছে উল্লেখ রয়েছে বীর মুক্তিযোদ্ধা কবিন্দ্র দাশের ছেলে একজন পুলিশ সদস্য ও অপরজন দপ্তরীতে কর্মরত আছেন।বীর মুক্তিযোদ্ধা গিরিন্দ্র দাশের ছেলে কৃষি অফিসে কর্মরত ও তাদের পাকাবাড়িসহ অসংখ্য জায়গা জমি রয়েছে।বীর মুক্তিযোদ্ধা আজিজ মিয়ার ও পাকাবাড়িসহ জায়গা জমি আছে।বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়ার ও পাকাবাড়িসহ জায়গা জমি আছে। কিন্তু তাদের পাকাবাড়িসহ জায়গা জমি ও অবস্থা ভালো থাকা সত্যেও তাদের নামে বীর নিবাস বরাদ্দ দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা প্রণব কুমার রায় বলেন, আবেদন করেও ঘর পাইলাম না। যাদের পাকা ঘরবাড়ি আছে, তাদেরই ঘর বরাদ্দ হইছে! মৃত্যুর আগে পাকাঘরে থাকার স্বপ্ন মনে হয় আর পূরণ হইবে না।
 
 

মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার স্থানীয় একটি কনভেশন সেন্টারে বিএনপি মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্টিত হয়। পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতি প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল। জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি হাজী অলিউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খাঁন, কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, ফারুক রানা, বিএনপি নেতা মীর আব্দুল আলীম বাদল, মোঃ সেলিম মিয়া, আমজাদ আলী শাহীন, আনোয়ার হোসেন, মফিজ মিয়া, জাহাঙ্গীর ভূইয়া, মোঃ শামীম মিয়া, অনু মিয়া, জয়নাল মহালদার, মোঃ জাবেদুর রহমান, এড. সাজেদুর রহমান সজল, কৃষক দলের আহবায়ক মুখলেছুর রহমান সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন, সদস্য সচিব ফরিদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ, যুগ্ম আহবায়ক কবির খাঁন চৌধুরী, মশিউর রহমান, সাদেক মিয়া, মাসুক মিয়া, এখলাছ সিরাজী, পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, জসিম শিকদার, শফিকুল ইসলাম, ছাত্রদল আহবায়ক রিপন মিয়া স্বেচ্ছাসেবক দল নেতা অলিউর রহমান অলি যুকল সেতা মোঃ রনি প্রমুখ। সভায় বক্তাগণ কেন্দ্রী বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ¦ জি.কে গউছ, মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহানসহ হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে মামলা প্রতাহারের দাবি জানান।

নবীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের অন্যতম গ্যাসক্ষেত্র বিবিয়ানা গ্যাস ফিল্ড পরিদর্শন করেছেন কূটনীতিকদের মধ্যে সবচেয়ে আলোচিত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল বুধবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় শেভরণ বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান রাষ্ট্রদূত পিটার হাসের বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেন। শেভরন বাংলাদেশ ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়- মঙ্গলবার বিকেল ৪টায় আমেরিকান কোম্পানি শেভরনের মালিকানাধীন নবীগঞ্জ উপজেলার করিমপুরের অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। পরে বিবিয়ানা ও শেভরণের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন পিটার হাস। পরিদর্শনকালে শেভরন কর্তৃক পরিচালিত এসএসকেএস নামে একটি ক্লিনিক এবং ফার্মেসীও পরিদর্শন করেন তিনি।এনিয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন- বিবিয়ানা গ্যাসফিল্ডে মার্কিন রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় তবে গ্যাস ফিল্ডের ভিতরে তিনি কি করেছেন তা আমরা জানিনা।এ প্রসঙ্গে শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান বলেন, আমেরিকান মালিকানাধীন কোম্পানি শেভরন বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। নতুন কোনো রাষ্ট্রদূত আসলে তারা মার্কিন মালিকাধীন শেভরন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সফর করে থাকেন। এরই ধারাবাহিকতায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শন করেছেন।

বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে ১ কোটি ৪০ লাখ বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন। বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে শক্তি জোগান তাঁরা। কিন্তু এই নাগরিকেরা নির্বাচনী আইন ও ব্যবস্থাপনা জটিলতার কারণে দেশের কোনো নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। একইভাবে ভোট দিতে পারেন না ভোট গ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, নির্বাচন পর্যবেক্ষকসহ নির্বাচনী কার্যক্রমের সঙ্গে যুক্ত নাগরিকেরা। তাঁদের সংখ্যাও কম নয়, প্রায় ১৫ লাখ। দেশ-বিদেশে অবস্থান করা এসব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে বারবার ‘পোস্টাল ব্যালট’ ব্যবস্থা কার্যকর করার বিষয়টি উঠে এলেও এ নিয়ে কোনো উদ্যোগ নেই নির্বাচন কমিশনের (ইসি)। 

জানা গেছে, কে এম নূরুল হুদার নেতৃত্বে থাকা নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট ব্যবস্থাটি সংস্কার ও কার্যকর করার উদ্যোগ নিয়েছিল। এ জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও বিধি সংশোধনের কাজেও হাত দিয়েছিল তারা। ওই কমিশন চেয়েছিল আরপিও সংশোধন করে পোস্টাল ব্যালটের ব্যালট অনলাইনে দিতে। এই ক্ষেত্রে নাগরিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রতীক বরাদ্দের পর অনলাইনে ব্যালট পেপার দেওয়া থাকবে। সেখান থেকে নাগরিকেরা একবারই সেটি ডাউনলোড করতে পারবেন। কারণ একজনের জন্য একটিমাত্র নির্দিষ্ট নম্বর দিয়ে একটিমাত্র ব্যালট পেপারই অনলাইনে সরবরাহ করা হবে। অনলাইনে থেকে ডাউনলোড করে পোস্ট অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দেবেন। 

কিন্তু নূরুল হুদা কমিশনের পর দায়িত্বে আসা কাজী হাবিবুল আউয়াল কমিশন এ নিয়ে আর এগোয়নি। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ভোটাধিকার বঞ্চিত থাকছেন দেশ-বিদেশে অবস্থান করা দেড় কোটির বেশি ভোটার।

পোস্টাল ব্যালট কার্যকর করার বিষয়ে বর্তমান কমিশনের কোনো উদ্যোগ আছে কি না জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, পোস্টাল ব্যালট কার্যকর করতে হলে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রয়োজন পড়বে। বর্তমান কমিশন থেকে এই ধরনের কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি।

পোস্টাল ব্যালটের বর্তমান ব্যবস্থায় এটি বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কেউ পোস্টাল ব্যালট ব্যবহার করে ভোট দিয়েছেন বলে আমার জানা নেই।’

বিদ্যমান আরপিও অনুযায়ী বাংলাদেশি ভোটাররা দুই ভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। একটি হচ্ছে কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি ভোট দেওয়া, অন্যটি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে ভোটারকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপারের জন্য আবেদন করতে হয়। পরবর্তী সময়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার পর পোস্ট অফিসের মাধ্যমে ব্যালট পেপার পৌঁছানো হয়। এরপর ভোট দিয়ে সিলগালা করে সেটি আবার পোস্ট অফিসের মাধ্যমে ভোট গ্রহণ শেষ হওয়ার আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হয়। এই প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ ব্যাপার বলে তা কার্যকর নয় বলে জানিয়েছে ইসি কর্মকর্তা।

এ অবস্থায় পোস্টাল ব্যালটের ব্যবস্থা আরও সহজ করা দরকার বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, পোস্টাল ব্যালটের ব্যবস্থা অবশ্যই কার্যকর করা দরকার। তবে ব্যবস্থাটি আরও সহজ করতে হবে। কারণ জটিলতার কারণে এটি কার্যকর না হওয়ায় বিশাল জনগোষ্ঠী ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সংবিধানেও ভোটারযোগ্য নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে বলা হয়েছে। তাই এই ব্যবস্থাটি কার্যকর করে প্রবাসী বাংলাদেশি এবং দেশে নির্বাচনের কাজে নিয়োজিত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

সুজন সম্পাদক আরও বলেন, ‘এটি সততার সঙ্গে করাও দরকার। কারণ দুর্ভাগ্যবশত আমাদের যেই কাজই করা হয়, সেখানেই দুর্নীতি ঢুকে। এর মাধ্যমে যেন দুর্নীতির পৃষ্ঠপোষকতা না পায়, সে বিষয়টিও দেখতে হবে।’

জটিলতার কারণে পোস্টাল ব্যালট ব্যবস্থার বিকল্প বা এর পাশাপাশি কী ব্যবস্থা চালু করা যায়, তা নিয়ে কিছুটা ভেবেছিল কাজী রকিবউদ্দীন আহমদ কমিশন। ওই কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৪ সালের শেষের দিকে অনলাইনে ভোট দেওয়ার কথা ভেবেছিল, যাতে সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ভোট গ্রহণ কর্মকর্তা-কর্মচারীরা ভোট দিতে পারেন। পোস্টাল ব্যালট ‘অকার্যকর’ হওয়ায় এর পাশাপাশি অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনায় নিয়েছিল তারা। কিন্তু সেটিও পরবর্তী সময়ে আর আলোর মুখ দেখেনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রবাসেই ভোট গ্রহণের ব্যবস্থা চেয়েছিলেন প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০১৭ সালে ১৮ ডিসেম্বর আইনমন্ত্রীকে এই বিষয়ে একটি চিঠি দিয়েছিলেন। যার কপি তৎকালীন সিইসির কাছেও পাঠানো হয়েছিল। কিন্তু এটিও চালু করা যায়নি।

কৃতজ্ঞতা :
আজকের পত্রিকা
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১১:২৯

Link:   Ajker Potrika

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের পার্শ্ববর্তী জোয়াল ভাঙ্গা হাওর ও আশপাশ এলাকা থেকে জমি চাষাবাদের কাজে ব্যবহৃত পাওয়ার টিলার মেশিন চুরির হিড়িক পড়েছে৷ গত এক মাসে ওই এলাকা থেকে পাওয়ার টিলার মেশিন সহ প্রায় ১৫টি চুরির ঘটনা ঘটেছে৷ আশংকা জনক হারে বেড়েছে মেশিন ও গরু চুরি। চোর চক্রের দৌরাত্বে প্রায় অসহায় হয়ে পড়েছেন কৃষকগন। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে চোর আতংক বিরাজ করছে৷ এঘটনায় জমি চাষাবাদে মারাত্মক ব্যাঘাত ঘটছে বলে কৃষরা জানিয়েছেন৷ জানাযায়, ওই উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের কৃষক আবজল মিয়া ও কল্যাণ পুর গ্রামের কৃষক আব্দুল কাইয়ূম জানান, গত ৩১ জুলাই সোমবার সন্ধ্যায় তাহারা জমি চাষাবাদ শেষে তাদের পাওয়ার টিলার মেশিন দু'টি জমিতেই প্রতিদিনের ন্যায় রেখে যান, পরদিন সকালে এসে দেখেন তাদের মেশিন দু'টি চুরি হয়ে গেছে৷ অনেক খোঁজাখুজির একপর্যায়ে গোপন সূত্রে তারা খবর পান কুর্শি গ্রামের আমীর উল্লার পুত্র ছইফুল মিয়ার নেতৃত্বে একই গ্রামের শফিক মিয়ার পুত্র জুয়েল মিয়া গংরা মিলে এই পাওয়ার টিলার মেশিন দু'টি নবীগঞ্জ শহরের সালামত পুর আবাসিক এলাকায় ভাঙ্গারী ব্যবসায়ী সাহেব আলী নামের ব্যক্তির নিকট বিক্রি করে দিয়েছে৷ এ খবর পেয়ে তাৎক্ষণিক সময়ে পাওয়ার টিলার মেশিনের মালিকগণ ও কুর্শি এলাকার শ্রমিক নেতা জয়নাল মিয়া সহ আরো অনেকেই ভাঙ্গারী ব্যবসায়ী সাহেব আলীর নিকট চলে যান বিষয়টি সম্পর্কে জানতে,তবে তাদের উপস্থিতি আচ করতে পেরে সুচতুর সাহেব আলী চম্পট দেয়, তবে তার জনৈকা স্ত্রী বিষয়টি স্বীকার করে এ বিষয়ে তার স্বামীর কোনো দোষ নেই বলে চোরদের সাথে তার স্বামী ও তার মোবাইল ফোনালাপের রেকর্ড শুনান৷ এসময় রেকর্ডটি সংরক্ষণ করা হয়৷ অপরদিকে পাওয়ার টিলার মেশিন চোরেরা এখবর জানতে পেরে বিগত ১২ দিন ধরে আত্মগোপনে চলে যায়৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, ছইফুল গংরা একটা বিরাট চক্র, কৃষকদের পুকুরের মাছ চুরি সহ এহেন কোন অপকর্ম নেই যে তারা করেনা। কিছুদিন পর পরই কুর্শী হ্যাচারি কমপ্লেক্সের পুকুর থেকেও মাছ চুরি হয়ে থাকে। ধারনা করা হয় এই চক্রই চুরি করে থাকে। প্রাণের ভয়ে কেও তাদের অপকর্মের প্রতিবাদ করতে সাহস পায় না। ইতিপূর্বে এই চক্র অনেকগুলো চুরির ঘটনা সংগঠিত করেছে। কেহ যদি মূখ খুলে তাদেরকে তারা বিভিন্ন ভাবে হুমকি দিয়ে থাকে। তাই প্রাণ ভয়ে কেও কথা বলার সাহস পায় না। কৃষক আব্দুল কাইয়ূম বলেন, আমাদের হাওর থেকে বিগত ১ মাসে এভাবে আরো প্রায় ১০/ ১৫টি পাওয়ার টিলার মেশিন চুরি হয়েছে৷ এর নেপথ্যে রয়েছে এই চোর চক্র ও ভাঙ্গারি ব্যবসার আড়ালে এসব চোরদের আশ্রয় পশ্রয় দিচ্ছে সাহেব আলীর মতো আরো অনেক অসাধু ভাঙ্গারী ব্যবসায়ীরা। স্থানীয়দের যে কোন বাড়ি থেকে জিনিস পত্র চুরি হওয়া জিনিস পত্র কিনে সেগুলো দিয়ে অবৈধ ভাঙ্গারী ব্যবসা করায় এলাকার চুরের উপর্দপও বাড়ছে বলে জানান স্থানীয়রা। এসব ভাঙ্গারী ব্যবসায়ী ও চোরদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক অভিযান চালানোর দাবী জানান এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার স্বপন সরকার বলেন, অভিযোগ পেয়েছেন এবং চোরাই মালামাল উদ্ধার সহ চোরদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷

লন্ডনের লিঙ্কন'স ইন বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিষ্টার বার অ্যাট-ল ডিগ্রি পেলেন নবীগঞ্জের কৃতি সন্তান শাফায়েত চৌধুরী।  লিঙ্কন'স ইন বিশ্ববিদ্যালয় এর ২৫ জুলাই গ্রাজুয়েশন অনুষ্ঠানে অংশগ্রহণ করে ব্যারিষ্টার বার অ্যাট-ল ডিগ্রির সনদ গ্রহণ করেন।তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শাফায়েত চৌধুরী নবীগঞ্জ পৌর এলাকার চরগাও গ্রামের মরহুম জহুরুল ইসলাম চৌধুরীর নাতি ও ইকবাল আহমেদ চৌধুরীর পুত্র। শাফায়েত চৌধুরীর এই কৃতিত্বে পরিবারের পাশাপাশি আত্মীয়-স্বজনরা ভীষণ খুশি। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। শাফায়েত চৌধুরীর মামাত ভাই নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী শাফায়েত চৌধুরীর জন্য নবীগঞ্জসহ দেশ বিদেশের সবার কাছে দোয়া কামনা করেছেন।

লন্ডনের ডার্বি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি পেলেন নবীগঞ্জের কৃতি সন্তান মোঃ নাসির মিয়া। ডার্বি বিশ্ববিদ্যালয় এর গ্রাজুয়েশন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আইন বিষয়ে স্নাতক ডিগ্রির সনদ গ্রহণ করেন।তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নাসির মিয়া নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের নাদামপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী হাজ্বী মোঃ নজির মিয়ার সর্বকনিষ্ঠ ছেলে। নাসির মিয়ার এই কৃতিত্বে পরিবারের পাশাপাশি আত্মীয়-স্বজনরা ভীষণ খুশি। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

নবীগঞ্জ উপজেলায় চোলাই মদ-ইয়াবাসহ পৃথকস্থানে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীসহ সাজাপ্রাপ্ত ও পলাতক ১০জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৬ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর গ্রামের কালীচরণ দাশের ছেলে সুজন রবি দাশ (৪২), মতিলাল রবি দাশের ছেলে লিটন রবি দাশ (২৬), পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের আজিদ মিয়ার ছেলে জুবেল আহমদ (৩৫), ছমির মিয়ার ছেলে মোস্তাক মিয়া (৩১), দৌলতপুর গ্রামের আকামত মিয়ার স্ত্রী নুরুন নাহার (২৮), হরিধরপুর গ্রামের ধন মিয়ার ছেলে জুলেল আহমদ (৩৫), হরিনগর গ্রামের অনিল চন্দ্র দাশের ছেলে অজিত চন্দ্র দাশ (৩৫), পিটুয়া গ্রামের এরশাদ আলীর স্ত্রী জহুরা বেগম (৩৮), মৃত এরশাদ আলীর ছেলে আব্দুল মুকিত (২৫), বড় ভাকৈর গ্রামের আমির হোসেনের ছেলে মোহাম্মদ জাকারিয়া (২০)।পুলিশ জানায়- রবিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার পুলিশ হলিমপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮০ লিটার চোলাই মদসহ সুজন ও লিটন নামে দুজনকে গ্রেফতার করে। একই সময় পৌর এলাকার জয়নগর গ্রামে অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবাসহ জুবেল ও মোস্তাককে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া রবিবার রাতেই বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামী ৬ জনকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা ও পৌর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নবীগঞ্জ শহরের হাজারি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষ্যে শুরুতে একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরু সড়ক প্রদক্ষীন করে, এতে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়। পরে সম্মেলন অধিবেশনে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব এমরান মিয়া ও জেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক মোঃ সরওয়ার শিকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দিন খান, কেন্দ্রীয় কমিটির সদস্যও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শাহ আবুল খায়ের, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, কদর আলী মোল্লা, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির আহবায়ক তাজ উদ্দিন বুলবুল, হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজল আহমদ, হবিগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির সভাপতি এডভোকেট শিবলী খায়ের, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব চেয়ারমযান উস্তার মিয়া তালুকদার, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম লুৎফুর রহমান, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, জাতীয় তরুন পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট সাদেক মিয়া। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির আহবায়ক সমিজুর রহমান চৌধুরী বাচ্চু, জেলা মহিলা পার্টির  সাধারন সম্পাদক হাসিনা আক্তার শিফা, বড়ভাকৈর পশ্চিম ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মুনসেফ আলম, বড়ভাকৈর পুর্ব ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব খালিছ মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব শাহিনুর আলম ছাও মিয়া, দীঘলবাক ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আলা উদ্দিন, আউশকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব বদরুল হক আব্দুল হাই, কুর্শী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদ, করগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আবু ইউসুফ, দেবপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক তোফাজ্জল হোসেন, গজনাইপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খাইরুল ইসলাম, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কুদ্দুস খান, পানিউমদা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক লুৎফুর রহমান, পৌর কৃষক পার্টির সভাপতি ফরিদ মিয়া,  উপজেলা যুবসংহতির সভাপতি এম এ মতিন চৌধুরী, সাধারন সম্পাদক শেখ মিনহাজ উদ্দিন, জেলা স্বেচ্চাসেবক পার্টির সাধারন সম্পাদক মিলাদ হোসেন সুমন, পৌর যুবসংহতির সভাপতি নিউটন সুত্রধর, পৌর স্বেচ্চাসেবক পার্টির সাধারন সম্পাদক মৌলদ হোসেন জনি, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাধারন সম্পাদক নিয়ামুল করিম অপু প্রমুখ। 
 

নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারের পাশে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়,মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সিএনজি চালক নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।স্থানীয়রা দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন।অপর আহতদের চিকিৎসা প্রদান করেন। সড়ক দুর্ঘটনা নিহত ব্যক্তি হলেন,নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের মৃত তেরা মিয়া (লেচু মিয়ার) পুত্র মোঃ গেদন মিয়া (৮০)।ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।

  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« May 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31