Login to your account

Username *
Password *
Remember Me
Sunday, 23 March 2025

হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের আনন্দপুর গ্রামে নিরীহ দুই ভাইকে বৈষম্য বিরোধী মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আসামি শ্রেণিভুক্ত করার আবেদন করায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এতে করে ওই দুই ভাই মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। এ বিষয়ে বিএনপি সমর্থক মোঃ আলী হোসেন ওরফে আহাম্মদ আলী বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব বরাবরে ১৬ মার্চ লিখিত আবেদন করেন।জানা যায়, আওয়ামী লীগের আমলে আহাম্মদ আলী বিএনপি সমর্থক হয়ে জেলে যায়। এছাড়া তার ভাই আকবর আলীকে জামায়াত নেতা বানিয়ে পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘদিন কারাভোগ করে জামিন লাভ করে। তারা কোনো দলের না, সাধারণ মানুষ। বিএনপি সমর্থন করে। এখন আওয়ামী লীগ নেতা বানিয়ে আসামি করার পায়তারা চলছে। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে অব্যাহতি দেয়া হউক।

শুক্রবার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন। সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীলিপ কান্ত নাথ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ছমির আলী, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, জেলা পরিষদের সাবেক সদস্য উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আজিজ ফরহাদ, পৌর যুবদলের আহ্বায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, সদস্য সচিব সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক মোঃ ইমান উদ্দিন, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান, শফি কাইয়ূম,উপজেলা জামায়াতের সেক্রেটারী ইয়াসির খান, আহলে সুন্নাত ওলামা পরিষদের সভাপতি মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী, সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, সাংবাদিক ইসমাঈল হোসেন বাচ্চু, এডভোকেট দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান, মিজানুর রহমান সুমন, মোঃ মহিবুর রহমান, শাহ মোস্তফা কামাল, হামিদুল হক বুলবুল, তোফায়েল আহমেদ মনির, কামাল আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ রুবেল, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ নাসির, সাইফুল ইসলাম সাইফ, শামীম আহমেদ শামীম, যুবদল নেতা মোঃ মহিউদ্দিন লিমন, আবুল বাশার ঈশা, মোঃ নুরুল ইসলাম, কাজী কামাল, নাসির উদ্দিন সেলিম, আহমদ আলী, শেখ মাহফুজ,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ দুলাল মিয়া, ছাত্রদল নেতা মিজানুর রহমান, আব্দুল বাছির সহ আরো অনেকেই।  আলোচনা সভা শেষে দেশ জাতীর কল্যাণ কামনা করে উপস্থিত সকলকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল্লাহ সফি।

নবীগঞ্জ উপজেলায় ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। এসময় ইটভাটায় থাকা কাঁচা ইট ধ্বংস করা হয়। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকস গুঁড়িয়ে দেয়।জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ জেলায় মোট ১১৯টি ইটভাটার মধ্যে ৩০টির পরিবেশগত ছাড়পত্র নেই এবং ৫০টির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে আরও আগেই। পরিবেশগত ছাড়পত্রের মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৩০টি ইটভাটার মধ্যে ইতিমধ্যে ২৬টি ইটভাটা বন্ধ করা হয়েছে। সম্প্রতি পরিবেশগত ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়া বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর বসিনা এলাকায় অবস্থিত নুরুল হক আছকির ও রফিক আহমেদের মালিকানাধীন নিউ রয়েল ব্রিকস, মিরপুরের মো. ইউসুফ আলীর মালিকানাধীন রবিন ব্রিকস, নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় অবস্থিত কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের মলিকানাধীন গোল্ড ব্রিকস ও বাংলাবাজার এলাকায় অবস্থিত ডাঃ মোঃ খয়রুল ইসলামের মালিকানাধীন মাস্টার ব্রিকস বন্ধে জেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠায় পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় অবস্থিত গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকসে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয় প্রশাসন। এসময় ইটভাটায় থাকা কাঁচা ইট ধ্বংস করা হয়। এরআগে গতকাল সোমবার দুপুরে পরিবেশগত ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়া বাহুবল উপজেলার বসিনা এলাকায় অবস্থিত নিউ রয়েল ব্রিকস ও মিরপুরে রবিন ব্রিকস গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন। এ প্রসঙ্গে অভিযানে নেতৃত্ব দেয়া হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস জানান- পরিবেশগত ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়ায় ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে।

 

নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার পরোয়ানায় পলাতক ২ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।রবিবার পুলিশ তাদেরকে শ্রীমতপুর,মিনাজপুর এলাকা থেকে গ্রেফতার করে।গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এএসআই সিদ্দিকুর রহমান,রুহুল আমীন,হিল্লোল তালুকদার, ছানোয়ার হোসেন,সুমন্ত কুমার নাথ ও সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জিআর (৭১/২০২৪),জিআর-৯৭/২০২৪ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীরা হল,মিনাজপুর গ্রামের মৃত কাচাঁ মিয়ার পুত্র মোঃ বাবরো মিয়া ওরফে বাবুল মিয়া (২৯),শ্রীমতপুর গ্রামের মৃত ইয়াকুত মিয়ার পুত্র মোঃ খালেদ মিয়া (২৫)।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন।

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মোল্লারাই গ্রামে অবৈধভাবে ফসলে জমি থেকে মাটি কাটার দায়ে মোঃ সিরাজুল ইসলাম চৌধুরীবনামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির হিড়িক পড়েছে। এ ব্যাপারে স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশ হয়। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারা দঃ বিঃ ১৮৬০ এর ১০৮৬ ধারায় মোল্লারাই গ্রামের দরবেশ চৌধুরীর পুত্র মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আইনি সহায়তা করেন নবীগঞ্জ থানার একদম পুলিশ। জরিমানার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন,অবৈধভাবে মাটিকাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সারা দেশে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। তারই অংশ হিসেবে সোমবার যৌথ বাহিনী নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের ষাইটকাহন গ্রামের মৃত অনু মিয়া পুত্র কুর্শী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের এর যুগ্নআহ্বায়ক মিজানুর রহমান তৌফিককে আটক করেছে। পুলিশ সুত্রে জানাযায়, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমম্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। তারই অংশ হিসেবে সোমবার উপজেলার কুর্শী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান তৌফিককে সোমবার রাতে নবীগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে।

পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।জানা যায়- সারাদেশের ন্যায় পবিত্র রমজান মাসে নবীগঞ্জ শহরে সিন্ডিকেটের মাধ্যমে বোতলজাত সয়াবিন তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অধিকমূল্যে বিক্রির অভিযোগ ওঠে। এতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।সোমবার দুপুরে পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে বানিয়াচং সেনাবাহিনীর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন সহকারে একদল সেনা সদস্য সহযোগীতা করে। অভিযানে প্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ওসমানী রোডের আল বারাকা এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা, বানী স্টোরকে ১৫ হাজার, জুনু স্টোরকে ১০ হাজার টাকা ও ফ্রিজে রাখা পুরাতন গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে ভাই-ভাই কসাইখানাকে ৫ হাজার অর্থদণ্ড করা হয়।এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন- পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও ফ্রিজে রাখা পুরাতন গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে অর্থদণ্ড করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ২০২৫ পুরস্কার বিতরণ ও মা সমাবেশে দুই আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমী এবং আওয়ামী লীগ নেতা আলী হোসেন। পুরস্কার বিতরণের একটি ছবি ফেসবুকে প্রকাশ হলে শুরু হয় নানামুখী আলোচনা‌ ও সমালোচনা।ছবিতে দেখা যায় মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস পুরস্কার বিতরণ করছেন। এক পাশে রয়েছেন অনুষ্ঠানের সভাপতি শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজমল হোসেন। অন্যপাশে রয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমী ও আওয়ামী লীগ আলী হোসেনসহ অন্যান্যরা।এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা এ ঘটনার বিচার দাবি করেছেন।সহকারী শিক্ষক লাকি আক্তারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান। প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অভিভাবক সভাপতি সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন রুমি ও আলী হোসেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজমল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন- শায়েস্তাগঞ্জে আমি যোগদান করেছি বেশি দিন হয়নি। এখনও সবার সঙ্গে আমার পরিচয় হয়নি। অনুষ্ঠান আয়োজন করে বিরামচর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এখানে কারা এসেছে, স্কুলের প্রধান শিক্ষকসহ শিক্ষকরা ভালো বলতে পারবেন।

নবীগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায়ছা ত্রলীগ নেতা পৌর এলাকার চরগাও গ্রামের মুকিত মিয়া চৌধুরীর পুত্র পিংকু চৌধুরী হবিগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানাযায়, নবীগঞ্জ শহরে ছাত্রলীগের গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জাহিদুল ইসলাম রুবেল এর পিতা মোঃ হারুন মিয়া ২৪ জানুয়ারি ২৪ সালে বাদী হয়ে নাজিম উদ্দোল্লা চৌধুরীকে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ করে ও আরো৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা দায়ের করেন। বিভিন্ন সূত্রে জানাযায়,নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে নাজিম উদ্দোল্লা চৌধুরী ও জাহিদুল ইসলাম রুবেল মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে উভয় গ্রুপের একাধিক সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। সর্বশেষ গত ১৮ জানুয়ারি ২০২৪ সনে রাত ৮টার দিকে নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ গোল্ডেন প্লাজার পিছনে চা স্টলে বসা অবস্থায় জাহিদুল ইসলাম রুবেলের উপর হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ চিকিৎসাধীন থাকার পর রুবেলের অবস্থার উন্নতি না হওয়ায় (২৮ জানুয়ারি ২০২৪ সনে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ড বসিয়ে ছাত্রলীগ নেতা রুবেলকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে প্রেরণ করেন।

নবীগঞ্জ পৌরসভার তিমিরপুর এলাকায় অবৈধভাবে ফসলে জমি থেকে মাটি কাটার দায়ে ভুট্টু মিয়া নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির হিড়িক পড়েছে। এ ব্যাপারে স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশ হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারা দঃ বিঃ ১৮৬০ এর ১০৮৬ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় আইনি সহায়তা করেন নবীগঞ্জ থানার একদম পুলিশ। জরিমানার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন,অবৈধভাবে মাটিকাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।ভুট্টু মিয়া তিমিরপুর এলাকার শেখ ফরিদ মিয়ার পুত্র। আওয়ামীলীগ সরকার থাকাকালীন সময় আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর ছত্রছায়ায় ত্রাতের রাজত্ব কায়েম করে। আওয়ামীলীগ সরকার থাকাকালীন সময়ে তার অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য স্থানীয় সাংবাদিকরা সরজমিনে গেলে তাদেরকে ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন ভাবে হেনেস্তা করে। শুধু তাই নয় বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও তহশিলদারদের সাথেও খারাপ আচরণ করে। ভুট্টুর জরিমানার খবরে এলাকার মানুষদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকার মানুষ স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« March 2025 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31