Login to your account

Username *
Password *
Remember Me
Monday, 29 April 2024

Tuesday, 09 April 2024 06:13

নবীগঞ্জের বিশিষ্ট বাউল শিল্পী লেবু মিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত Featured

Written by
মোঃ আলমগীর মিয়া

ভারপ্রাপ্তর সম্পাদক :

www.nabiganjerdak.com

www.tribute71.com

নবীগঞ্জের বিশিষ্ট বাউল সাদক লেবু মিয়া গুরুতর অসুস্থ। তিনির রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৮ রমজান) অসুস্থ বাউল লেবু মিয়া সরকারের বাড়ি নবীগঞ্জ উপজেলা আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামে ইফতার পূর্বক দুরুদ শরিফ শেষে রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করেন, ডাক্তার নাজমুল হক চৌধুরী। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য খালেদ আহমদ জজ, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোহেল আহমদ, সাংবাদিক বুলবুল আহমেদ, প্রবাসী সাংবাদিক শাহ আখতার আলী, প্রবাসী মো: দিলশাদ মিয়া, মুরুব্বি তাজুদ মিয়া, শ্রমিক নেতা রুজু মিয়া সহ আরো অনেকেই।  উল্লেখ যে, গত ২/৩ মাস পূর্বে বাউল শিল্পী লেবু মিয়ার মাথায় ক্যান্সার রোগ ধরা পড়ে। যার নুন আনতে পানতা পূড়ায় সে আবার এতো বড় রোগের কিভাবে চিকিৎসা করাবেন। তিনি অসুস্থতার খবরে তার ভক্ত বৃন্দরা যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দোয়া সহ সাহায্যে আবেদন করেন। এমন কি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের লোকজনও এগিয়ে আসেন। এরপর কিছু টাকা পয়সা মিলিয়ে চলে যান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রায় ১০/১২ দিন চিকিৎসা নিয়ে পূণরায় গতকাল বাড়িতে আসেন। এরপর ডাক্তারের কথা মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আসলে রোগটি আরো বেড়ে যায়। পরবর্তীতে আবারও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার কোন অবনতি না হওয়ার গতকাল বাড়িতে চলে আসেন। বর্তমানে তিনির শরীরের এক সাইড অবস হয়ে যায়। এমন কি কথা বলাও বন্ধ হয়ে গেছে। তিনির উন্নত চিকিৎসার প্রয়োজন। অভাব অনুঠনের কারণে সময় মতো চিকিৎসা করতে না পারায় রোগটি ধীরে ধীরে বাড়তে থাকে। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় রয়েছেন। তিনির পরিবারের লোকজন দেশ- বিদেশের সকলের কাছে সাহায্য সহ দোয়া চেয়েছেন।
Read 61 times Last modified on Tuesday, 09 April 2024 06:16
Rate this item
(0 votes)
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30