Login to your account

Username *
Password *
Remember Me
Thursday, 16 January 2025

নবীগঞ্জ উপজেলার ৭নং করগাও ইউনিয়ন বিএনপির বর্ধিত সভার আহবান করেন সভাপতি ও সাধারণ সম্পাদক। শুক্রবার ইউনিয়নের শাকুয়া বাজারে দলীয় অস্থায়ী কার্যালয়ে সভার আহবান করা হয়। সভাপতি সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ উঠে করগাও ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য অনুমোদিত কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার আক্কেল আলী, ও সাংগঠনিক সম্পাদক মোঃ ছমিরুল হককে এই বর্ধিত সভার দাওয়াত দেওয়া হয়নি। কি কারনে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে না জানিয়ে সভার আহবান করা হলো তা জানতে চান কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুজতাহিদ উদ্দিনের কাছে কমিটির প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম সমুন। জবাবে সাধারণ সম্পাদক মুজতাহিদ উদ্দিন বলেন সভাপতি সম্পাদক বর্ধিত সভার আহবান করতে পারেন এবং তাদের সিদ্ধান্তই সংগঠনের কার্যক্রম চলবে বলে তিনি জানান। বিষয়টি সকল নেতাকর্মী কাছে জানা জানি হলে এই নিয়ে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। দলীয় বিভক্তি কোন্দল নিরসনের জন্য প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম সুমন বিষয়টি সমধান করে সকল নেতাকর্মী নিয়ে যাহাতে বর্ধিত সভাটি সুন্দর ভাবে পরিচলানা করা যায় সে জন্য তিনি সাধারণ সম্পাদক মোঃ মুজতাহিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক মাষ্টার আক্কেল আলী, ও সাংগঠনিক সম্পাদক ছমিরুল হক নিয়ে এক টেবিলে বসে সমাধান করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে এ নিয়ে উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমদ চৌধুরীকে বিষয়টি অবগত করা হয়। তারা কোন সমধান না পাওয়ায় বিষয়টি নিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সকল সদস্যদের সাথে যোগাযোগ করলে তারা ওই বর্ধিত সভা না যাওয়ার সিদ্ধান্ত নেন। কমিটির অনুমোদনের প্রায় ৩ বছর পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের মনগড়া তারিখে প্রথম কোন সভার আহবান করায় ৭১ সদস্য বিশিষ্ট কমিটির ৫৪ সদস্যর অনুপস্থিতে মাত্র ১৭ জন দলীয় সদস্য নিয়ে বর্ধিত সভা করছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। ৫৪ সদস্যর অনুপস্থিত থাকায় ওই বর্ধিত সভার মিটিং নিয়ে এলাকাসহ শহর জুড়ে আলোচনা সমালোচনা ঝড় বইছে। করগাও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার আক্কেল আলী বলেন, কমিটির সাধারন সম্পাদক মুজতাহিদ উদ্দিন ও সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান তারা দুজন মনগড়া একক সিদ্ধান্ত বর্ধিত সভা আহবান করায় দলীয় নেতাকর্মী তা প্রত্যখান করেন। সাংগঠনিক সম্পাদক মোঃ ছমিরুল হক বলেন মিটিংয়ের তারিখ নিধারন করার আগে আমরা সুপার ৫ এবং দলীয় সিনিয়র নেতাকর্মীসহ বসে একটা তারিখ নির্ধারণ করা পরামর্শ দেই এসময় সাধারণ সম্পাদক মোঃ মুজতাহিদ উদ্দিন বলেন এখানে কারো প্রয়োজন নেই দলীয় মিটিং সভাপতি সম্পাদক বসে তারিখ করতে পারে ওই মিটিং কেউ না আসলে তাতে দলের কোন ক্ষতি হবে না। এখবর দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা ওই বর্ধিত সভা প্রত্যখান করেন। কি কারনে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে দাওয়াত হয়নি এ ব্যাপারে জানতে চাইলে সহ সভাপতি মোঃ আবু সুফিয়ান বলেন তাদেরকে সাধারন সম্পাদক ফোন দিয়েছিলেন তারা ফোন রিসিভ করেনি।

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে বুরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে বাওয়ালি ফসল চাষ করার অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন চঞ্চল মিয়া তার আত্নীয় স্বজনের বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খালি জায়গা জবর দখল করার অভিযোগ করেন গ্রামবাসী। জায়গাটি বিগত ৫ বছর যাবৎ দখল করে রেখেছেন বুরহানপুর গ্রামের মজিবুর রহমান তফু উল্লাহ পুত্র আবুল হোসেন চঞ্চল আকবর হোসেন জুনেদ, আবুল হোসেনর পুত্র সেজু আহমদ, সেফু আহমদ, সঞ্জব আলী পুত্র সানুর মিয়া ও আমিনুর মিয়াগংরা। সরকারি জায়গা অবৈধ ভাবে দখলদারের কাছ থেকে উদ্ধার করতে গ্রামবাসীরা একাধিকবার গ্রাম্য-বিচার সালিশে চেষ্টা করেন। দখলদার চঞ্চল মিয়া গ্রাম্য বিচার সালিশে শুক্রবারে জায়গা খালি করে দিবেন বলে আশ্বাস দেন। কিন্তু তিনি জায়গা খালি না করে উক্ত জায়গায় পাকা পিলার ও বাঁশের বেড়া দিয়ে বাওয়ালি ফসল চাষ করছেন। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা ঝড় বইছে। এলাকাবাসীর দাবী সরকারি স্কুলের জায়গা ভরাট করে একটি শহীদ মিনার নির্মাণ ও বুরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার করার পরিবেশে করে দিবেন গ্রামবাসী। সরকারী জায়গা গ্রামবাসীর ছাড়তে গেলে কথা বললেই দখলদার প্রভাবশালী লাঠিয়াল বাহিনীদের সাথে দাঙ্গা হাঙ্গামাসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় রয়েছে। তাই এলাকাবাসী দ্রুত ভূমি চক্রকারীদের কাছ থেকে সরকারি স্কুলের জায়গা দখল  উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবাজপুর গ্রামের আমেরিকা প্রবাসীর মালিকানা জায়গার ডোবা থেকে একদল দূর্বৃত্তরা তার চাষকৃত মাছসহ হাওর থেকে প্রকৃতিক মাছ রাতে আঁধারে একদল দূর্বৃত্তরা মাছ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমেরিকা প্রবাসীর জায়গার লীজ গ্রহিতা নবীগঞ্জ থানায় ৩ জনকে নাম উল্লেখ করে আরো অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, সাবাজপুর গ্রামের চুনু মিয়া চৌধুরী মালিকানা সম্পত্তি তারানগাও মৌজার খতিয়ান নং ১২০ দাগ নং ৩৯৪ ভূমির মধ্যে একটি ডোবা, খতিয়ান ৬২ দাগ নং ৪০১ অপর আরেকটি ডোবা হইতে রাতের আধারে মাছ জোর পূর্বক ভাবে নবীগঞ্জ পৌর এলাকার মিল্লিক গ্রামের মৃত সফুর মিয়ার পুত্র আব্দুল হাই, আব্দুল আলীম, ও একই গ্রামের মকাই মিয়ার পুত্র রাসই মিয়াগংরা গত ৪/৫ দিন পূর্বে রাতের আধারে প্রায় দেড় লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে যায়। এঘটনায় নবীগঞ্জ করগাও ইউনিয়নের জন্তরী গ্রামের বসির মিয়ার পুত্র হিরন মিয়া নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। সামাজিক বিচারে বিষয়টি নিষ্পত্তির কথা ছিল। স্থানীয় মুরুব্বীগং বিষয়টি নিষ্পত্তির না করায় গ্রামের আমেরিকা প্রবাসীর চুনু মিয়া চৌধুরীর কাছ থেকে ২ বছর চুক্তিতে লীজ নেওয়া হিরন মিয়া ৩ জনের নাম উল্লেখ তার ক্ষতিপূরণের দাবি করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

নবীগঞ্জে মাদক বিরোধী যৌথ অভিযানে ৬২২ পিস ইয়াবাসহ মো. সজলু মিয়া (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় দেশীয় অস্ত্র, দেশী-বিদেশি মুদ্রা জব্দ করা হয়।  বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী চরগাঁও দক্ষিণ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সজলু মিয়া (৪১) উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাঁও দক্ষিণ পাড়া গ্রামের মো. হীরা মিয়ার ছেলে। জানা যায়- বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ ও সেনাবাহিনীর মেজর মাহি আহমেদ চৌধুরীর নেতৃত্বে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে একদল সেনাবাহিনী নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী চরগাঁও দক্ষিণ পাড়া গ্রামের মো. সজলু মিয়ার বাড়িতে মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সজলু মিয়ার বসত ঘর থেকে ৬২২ ইয়াবা, বাংলাদেশী বিভিন্ন মানের মুদ্রা ১ লাখ ৮০ হাজার টাকা, ওমানের রিয়াল নোট ২৫টি, সৌদি আরবের রিয়াল নোট ১টি, একটি ফোন ও ৩টি চাপাতি, তিনটি চুরি জব্দ করা হয়।পরে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফনী ভূষন রায় বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রচণ্ড কুয়াশার মধ্যে চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শনিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত মধ্যরাতে প্রচণ্ড কুয়াশার মধ্যে দেখা যাচ্ছিল না সড়ক। সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই সামনে থাকা একটি বালু বোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়।এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে বাসে থাকা দুই পুরুষ নিহত হন। এ ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস, গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার জানান, নিহত দুই জনের মধ্যে একজনের বয়স ২৫ ও অপরজনের ৩৫ হবে।শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান দুই জন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নবীগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় নবীগঞ্জ পৌর এলাকার নবীগঞ্জ জে,কে মডেল হাই স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম ফারুক, ওসমানীনগর উপজেলা বিএনপি সভাপতি এস টি এম ফখরউদ্দিন, চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী,বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার খালেদ আহমেদ, সাবেক ক্রিকেটার নাইম ইসলাম,ফার্স্ট ক্লাস ক্রিকেটার রাহাতুল ফেরদৌস জাবেদ, উপজেলা বিএনপির আহব্বায়ক সরফরাজ চৌধুরীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, নবীগঞ্জ পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আলমগীর মিয়া, উপজেলা বিএনপি নেতা অলিউর রহমান অলি, আয়োজক রাজু হক, তুহেল আমিন, মিটন আহমেদ, আদিল আহমেদ,তৌহিদুল ইসলাম শয়ন, হাবিবুর রহমান হাবিব, নাবেদ মিয়া, আকাশ আহমেদ, দূর্জয় দাশ গুপ্ত, অনিক, আসাদ আল মুরাদ, সোহাগ আহমদ, আলাল মিয়া নয়ন প্রমুখ।আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে আনমুনু শাপলা স্পোর্টিং ক্লাব এবং রিক্স ইলাভেন ক্রিকেট ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। উদ্বোধনী ম্যাচে দশ উইকেটে বিজয়ী হয়েছে আনমুনু শাপলা স্পোর্টিং ক্লাব। আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রাখতে এই প্রথম নবীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত শাপলা স্পোর্টিং ক্লাবের সানি তার হাতে পুরস্কার তুলে দেন নবীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব রায়েছ আহমদ চৌধুরী।

  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« January 2025 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31