Login to your account

Username *
Password *
Remember Me
Monday, 06 May 2024

হবিগঞ্জের বানিয়াচংয়ে গত ২৪ ঘন্টার ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা ২৪ ঘন্টার ভারী বৃষ্টিতে শীতকালীন আগাম সবজির ক্ষেত,রোপা আমনের ক্ষেত,মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়াও জলাবদ্ধতার কারণে বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে। দোকান ও বিভিন্ন নীচু ঘরবাড়িতে পানি ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে গাছপালা উপরে পড়ে যাওয়ার খবর ও পাওয়া গেছে। সরেজমিনে বানিয়াচং উপজেলার বড়বাজার, সাউথপাড়া,তাম্বুলীটুলা,দাসপাড়া,পুরান তোপখানা, দত্তপাড়া, নাগেরখানা ও দরগা মহল্লা এলাকা ঘুরে দেখা যায় জলাবদ্ধতার কারণে বড়বাজার টু ৫/৬ নম্বর বাজার রাস্তার একাংশ তলিয়ে গেছে। পুরান তোপখানা গ্রামের রাস্তা তলিয়ে গেছে। নাগেরখানা গ্রামের রাস্তা ও দরগা মহল্লার রাস্তা তলিয়ে কয়েক হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছেন। বড়বাজার এলাকার বিভিন্ন দোকান ও আশপাশের নীচু বাড়িঘরে পানি ঢুকে পড়ছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ১ হাজার ৭০ হেক্টর রোপা আমন ও শীতকালীন আগাম সবজি ৫০ হেক্টরের মতো ক্ষতিগ্রস্থ হয়েছে। শীতকালীন আগাম সবজির চাষ করা হয়েছিল পূর্বগড় এলাকার গাছের গুড়ি হাওর,হাসানপুর, দানিয়ালপুর,সমসপুর,নবীন্দপুর, রংশ্রী ও নবীপুর হাওরে। ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ওই সমস্ত সবজির জমিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফসল রক্ষা করতে সবজি চাষীগণ সেচ মেশিন বসিয়ে অনবরত পানি সেচ দিয়েও ফসল রক্ষা করতে পারছেন না। সমস্ত হাওরের রোপা আমন ধানের জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন হাওরের বদ্ধ জলাশয় ও পুকুরের বাধ ভেঙে তলিয়ে যাওয়ায় মাছের ঘেরের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। শীতকালীন আগাম সবজি চাষী মঞ্জু ও আলিফ মিয়া জানান,টমেটো ও ক্ষীরা ক্ষেতে পানি জমে গেছে। দিন-রাত পানি সেচ দিয়েও ফসল রক্ষা করতে পারছিনা। আমাদের খুব বেশি ক্ষতি হয়ে যাবে। এ ক্ষতি পুষিয়ে উঠতে আর পারবো না। মাছের ঘেরের রাসেল মিয়া জানান হোন্ডার হাওরের অনেক বিলে প্রাকৃতিক মাছের পাশাপাশি চাষের মাছ ছেড়েছিলেন। হাওরে পানি হঠাৎ করে অসময়ে বাড়ার কারণে তাদের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বোরহান আহমেদের সঙ্গে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক জানান,সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করতে পারি নাই। শীতকালীন আগাম সবজি চাষীদের নিয়ে খুবই দু:শ্চিন্তায় আছি। রোপা আমন ৩ দিন পানিতে তলিয়ে থাকলেও সমস্যা হবেনা। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, সংশ্লিষ্টদের সঙে কথা বলে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সরকারিভাবে সহযোগীতা করা হবে।

নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে বজ্রপাতে হাওরে কাজ করা  অবস্থায় সাদি মিয়া (৪০) নামের এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে বজ্রপাতে সাদি মিয়া নিহত হন। সাদি মিয়া উপজেলার পানিউমদা ইউনিয়নের রুকনপুর গ্রামের মৃত গোল মোহাম্মদ এর পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় সাদি মিয়া হাওরে কাজ করতে যান। হঠাৎ করে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় সাদি মিয়াকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদি মিয়ার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । বজ্রপাতে নিহত বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী।

নবীগঞ্জ শহরের চৌদ্দ হাজারী মার্কেটে শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের। শুক্রবার (০৬ অক্টোবর ) সাড়ে ৬ টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডে চৌদ্দ হাজারী মার্কেটের প্রথম দোকান মা ক্লথ স্টোর নামক একটি কাপড়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দোকানের স্বত্বাধিকারী সন্তোষ দেব এর বড় ছেলে পলাশ দেব জানান , এই দুর্ঘটনায় তার দোকানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। ক্ষতিগ্রস্থ দোকানটি ব্যবসায়ী, সাংবাদিক জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী  পেশার লোকজন পরিদর্শন করেন।

নবীগঞ্জ  দীঘলবাক ইউনিয়নের ২নং বিবিয়ানা গ্যাস ফিল্ড  এলাকার  সাবেক মেম্বার দীঘলবাক গ্রামের বাসিন্দা হাসান খাঁন সুমনের পিতা ও  আওয়ামীলীগের নেতা মোহাম্মাদ রুয়াব আলী খাঁন গত ১০ রবিউল আওয়াল ১৪৪৫ হিজরি ২৬ সেপ্টেম্বরব ২০২৩ রোজ মঙ্গলবার, সকাল ৯.২০মিনিটে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না ......... রাজিউন)  স্ত্রী মুত্যকালে তিনি ৫ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।  তিনি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন  তিনি তৃনমূল আওয়ামীলীগকে সু সংগঠিত করতে অনেক প্ররিশ্রম করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নবীগঞ্জ  ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইমরান রেজা । এবং শোক শোক সন্তপ্ত পরিবারের প্রতি  গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 
 

হবিগঞ্জ জেলা বিএনপির অভিভাবক কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ ও হবিগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক জালাল আহমেদ এর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা যুবদল। রবিবার বিকালে শহরের শায়েস্তানগর এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহ মশিউর রহমান কামাল, হবিগঞ্জ জেলা যুবদল নেতা মোঃ দুলাল মিয়া, মনজুর উদ্দিন মনজু, জালাল উদ্দিন সজলু, মোঃ জমির আলী, মোঃ আব্দুল কাইয়ুম, হোসাইন আহমদ রানা, শাহনুর রহমান আকাশ, আঃ কাইয়ুম, মোঃ মকসুদ আলী, মোঃ মাসুক মিয়া, তৌকির আহমেদ জিয়া, আঃ হান্নান নানু, মোঃ আলমগীর মিয়া, এমদাদুল হক মিলন, মোঃ মোশাহিদ আলী, আমিনুল ইসলাম আখন্জী, মাহবুবুল আলম মালু, কবির খাঁন চৌধুরী, সাদেকুর রহমান লিটন, লুৎফুর রহমান জালাল, মোঃ অনু মিয়া, ফজলুর রহমান ফজলু, জাহিদ হাসান কবির, কামরুল হাসান মাসুম, হাজ্বী শাহিন মিয়া, ওয়াহিদ মুরাদ, জয়নাল আবেদীন, মোঃ তাউছ আহমেদ,নজরুল গাজী, মোত্তাকিন আহমেদ জয়নাল, তুষার রায় , নরোত্তম দাস, এম হামিদুর রহমান হামিদ , শেখ জাকারিয়া, শামীম আহমেদ নাসির, নুরুল আমিন, সাইফুল ইসলাম সাইফ, আল আমিন আহমেদ, রায়হানুল বারী, নিয়াজ আহমেদ , কাওসার আহমেদ, শাহ লিমন, মিজানুর রহমান ইলিয়াস, মোঃ রওশন মিয়া, মাসুদুর রহমান মাসুক, আমিনুল হক, জিয়াউর খাঁ, নাসির উদ্দিন আফরুজ, আবুল হাসান আসাদ, আফজাল খাঁন,  মনিরুজ্জামান চৌধুরী, মোরাদুজ্জামান মাসুম, মাসুক মিয়া, এখলাছুর রহমান সিরাজী, মোঃ কাউছার মিয়া, মাহফুজ মিয়া , সাউয়াল মিয়া , কাইয়ুম মিয়া, বোরহান মিয়া, মামুন মিয়া, মোঃ তারা মিয়া, সাওয়াল হোসেন, সোহেল খাঁন, মহিউদ্দিন আহমেদ রিদয়, নাসির হোসেন, অলিউর মিয়া, শাহজাহান মিয়া, মোতালিব মিয়া, সাবাজুল মিয়া, রাকিব হাসান, সেলিম মিয়া, জাকির হোসেন , শেখ মোত্তাকিন, আসকির মিয়া, মহিবুল আলম দুলাল, বাবলু সরকার, সুরুজ্জামান, চাঁন মিয়া, ফজলু মিয়া,মুবাসির আলম, তুহিন, মিজান মিয়া, রাসেল আহমেদ আসুক, মনির মিয়া, সুবেল মিয়া, আকাশ, মিদুল, হাদিস, মাহমুদুল, রায়হান, মনু মিয়া,ওবায়দুল, অনিক, আব্দুল্লাহ মিয়া, হাসন মিয়া, জাবের মিয়া, আব্দুল করিম, বাচ্চু মিয়া, মোঃ জাহাঙ্গীর মিয়া, আঃ রকিব, ফুল মিয়া, সফিকুল ইসলাম নাহিদ, জুবায়ের আহমদ, জিয়া আহমদ, রাজ্জাক মিয়া, জুবেদ আলী, সুরুজ আলী, মাসুম আহমদ, কলমদর মিয়া, জুবেদ আলী, আকবর মিয়া, আনোয়ার আহমদ, জুয়েল মিয়া, রুহেল মিয়া, কলিম মিয়া, মুন্না মিয়া, টিটু মিয়া, জুলহাস মিয়া, রাহেল মিয়া, আব্দুল হাই, রাসেল আহমদ, আবু তাহের, সুয়েব মিয়া, আব্দুল মজিদ, নয়ন মিয়া, মুন্না (২), এমরান মিয়া, আকিল মিয়া, আবজল মিয়া, রাসেল মিয়া, রাজু আহমদ, সাইফুল মুন্সি, সোহাগ, রুবেল, সুমন, সাকিব মিয়া, সুহেল আহমদ, মতিউর রহমান, আবু মিয়া, তারেক আহমদ, তুহিন আলম রেজুয়ান, ইসলাম উদ্দিন, সুজাত মিয়া, ফরিদ মিয়া, আকবর আলী, কাজল মিয়া,জিয়াউর রহমান,আবুল কালাম, ফজলু মিয়া,সাইফুল ইসলাম টিপু, ফজলুর রহমান সুহেল,নাসিম হোসাইন,আকমল হোসাইন,আবু তাহের,এরশাদ মিয়া,নাহিদ,আকতার মিয়া,আব্দুল মুকিত, অলি, টিপু, শহিদুর, ইউসুফ, আব্দুল মন্নান,আল আমিন, আব্দুল্লাহ, হর কুমার, আলউদ্দিন, আশিকুর রহমান, জিহাদ, ফুল মিয়া, সারোয়ার,তাপস, কাউছার মিয়া, লিটন মিয়া, সাদেক মিয়া, রাসেল মিয়া, সেলিম মিয়া, ইমান উদ্দিন, ওয়াহিদ মিয়া, মাসুম মিয়া,প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন আলহাজ্ব জি কে গউছ ও জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদের নিঃশর্ত মুক্তি দিতে হবে নতুবা হবিগঞ্জের যুবসমাজ আপামর জনসাধারণ কে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

নবীগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবীগঞ্জ থানা কমপ্লেক্সর গোলঘরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) মোঃ গোলাম মুর্শেদ, ওসি অপারেশন মোঃ আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস.আর চৌধুরী সেলিম, ফখরুল আহসান চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, বিবিয়ানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি এটি.এম সালাম, রাকিল হোসেন, মুরাদ আহমদ, সরওয়ার শিকদার, সিনিয়র সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া ও মুহিবুর রহমান চৌধুরী তছনু, সাবেক সহ-সভাপতি শাহ সুলতান আহমদ ও এম.এ মুহিত এবং এম মুজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক মোঃ আবু তালেব, মুহিবুর রহমান, মোহাম্মদ আলী লেদু, সলিল বরন দাশ, এটি.এম জাকিরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম ও তৌহিদ চৌধুরী, অলিউর রহমান, মোজাহিদ আলম চৌধুরী, মোঃ নাবেদ মিয়া, ছনি চৌধুরী, ফোয়াদ হাসান রাজন, অঞ্জন রায়, আলাল মিয়া, হাসান চৌধুরী,সফিকুল ইসলাম নাহিদ,নাজমুল ইসলাম সাগর,স্বপন রবি দাস, তুহিন  আলম রেজুয়ান, প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা নবীগঞ্জ থানার সদ্য বিদায়ী ওসি ডালিম আহমেদের প্রশংসা করে বলেন, নবীগঞ্জ থানার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক, মাদক নির্মূল, নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে বর্তমান ওসি মাসুক আলী বলিষ্ট ভ'মিকা গ্রহন করবেন বলে মত প্রকাশ করেন।

নবীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মাসুক আলী। বুধবার রাতে নবীগঞ্জ থানার বিদায়ী ওসি মোহাম্মদ ডালিম আহমেদ নতুন ওসি মো. মাসুক আলীর কাছে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। ইতিপূর্বে ওসি মো. মাসুক আলী আজমিরীগঞ্জ থানা, হবিগঞ্জ সদর মডেল থানা ও বাহুবল থানায় কর্মরত ছিলেন। দায়িত্বভার গ্রহণ করে নবীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বলেন- নবীগঞ্জ উপজেলার প্রত্যেকটি নাগরিক যাতে পুলিশি সেবা নির্বিঘ্ন্নে পেতে পারেন এবং জনসাধারণ যাতে কোনো ধরণের হয়রানির শিকার না হন সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করবো। এছাড়া নবীগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা জনসাধারণের শান্তি-সেবা নিশ্চিত করণে সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য- গত ২৩ সেপ্টেম্বর হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি স্বাক্ষরিত এক অফিস আদেশে আজমিরীগঞ্জ থানার (ওসি) মো. মাসুক আলীকে নবীগঞ্জ থানায় বদলি করা হয় ও নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদকে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

নাশকতা ও বিস্ফোরক আইনে মামলায় নবীগঞ্জ উপজেলার বতর্মান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ১২ জন নেতাকর্মীর জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম চৌধুরী তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ছাদিকুর রহমান শিশু, উপলেজলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফুলকাছ মিয়া, নবীগঞ্জ সদর ইউপি বিএনপির সভাপতি এনাম উদ্দিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল, উপজেলা যুবদল নেতা শেখ শিপন মিয়া, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান লেবু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মকবুল চৌধুরী, আউশকান্দি ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য শফিকুজ্জামান রুহেল, দেবপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বকুল মিয়া, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য জামিল আহমেদ।
জানা যায়- ২০২২ সালের ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশের পূর্বে নবীগঞ্জ পৌরসভার ছালামতপুর এলাকাস্থ হাজারী কমিউনিটি সেন্টারের পাশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে তৎক্ষালিক নবীগঞ্জ থানার এসআই গৌতম সরকার বাদী হয়ে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। এতে সাবেক এমপি শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব মুজিবুর রহমান চৌধুরী সেফুসহ ৩৮ জনের নাম উল্লেখ করে ও ১২০ জনকে অজ্ঞাত আসামী দিয়ে মামলা দায়ের করা হয়। গতকাল বুধবার দুপুরে ওই মামলায় হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির নেতাকর্মীরা হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে হবিগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা তানহা চৌধুরী তালহা বলেন  বলেন- গায়েবি মামলায় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের কারাগারে পাঠানো হয়েছে সেটা সত্যিই খুব দুঃখজনক। আমি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে কারাবন্দি  হবিগঞ্জ বিএনপির কর্নধার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছসহ সকল নেতাকর্মী মুক্তির দাবী করছি।

বিএনপির স্বপ্ন রঙিন বেলুনের মতো, নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট, আর নিষেধাজ্ঞার ভয় দেখায় মির্জা ফখরুল। নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে সরকার পতন করা যাবে না। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্র’-এর বিরুদ্ধে কেরানীগঞ্জের জিনজিরায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর বেলা ১ টায় জিনজিরার বাসস্ট্যান্ড রোডে এ শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়। ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে কেন্দ্র করে কেরানীগঞ্জের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন তারা। ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আ্যড. কামরুল ইসলাম এম পি, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাছিম,মির্জা আজম এম পি,ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এম পি প্রমুখ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী মুজিবুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকুর হোসেন সাকু, কোষাধ্যক্ষ জসীম মাহমুদ, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ম ই মামুন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরো বলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে কখনোই ক্ষমা করবে না। আমরা যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছি, ৭১ এ নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামাতে পারেন নি, আজও নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনার সরকারকে থামানো যাবে না। আমরা নিষেধাজ্ঞার পরোয়া করি না, আমরা পরোয়া করি আমাদের সংবিধানের। কেরানীগঞ্জের মাটি দুর্জয়ের ঘাটি। কেরানীগঞ্জের মানুষ সংগ্রামী মানুষ। আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন ,, মানুষ অধীর আগ্রহে আছে আগামী নির্বাচনে আবারো ভোট দিয়ে আওয়ামীলীগকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য। আপনারা দেখেছেন বিএনপি ও জামাত আবারো আগামী নির্বাচন বানচাল করার জন্য রাজপথে নেমেছেন। এদেশের জনগন চায় নির্বাচন, অথচ তারা নির্বাচন বন্ধ করতে চায় কারন তারা জানে নির্বাচন করে ক্ষমতায় আসার সুযোগ তাদের নেই। বিএনপি নেত্রী খালেদা জিয়ার কিছু হলে এর দায় দায়িত্ব বিএনপিকেই বহন করতে হবে,অন্য কাউকে নয়।

নবীগঞ্জ উপজেলায় একাধিক চুরির মামলার পলাতক দুই আসামীসহ ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার একদল পুলিশ। গত রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। এবং বনগাঁরও এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন, কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের চাঁনপুর গ্রামের কাছুম মিয়ার পুত্র মোঃ মিজানুর রহমান (২৩), রামপুর গ্রামের মৃত ছুয়াব উল্লাহর পুত্র মোফাজ্জল হোসেন (৩২), ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী হলো, বনগাঁও গ্রামের আকিব মিয়ার পুত্র রিমন মিয়া কে গ্রেফতার করেছে পুলিশ। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ডালিম আহমেদ এর দিকনির্দেশনায় এএসআই জামাল হোসেন সরকার এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ডালিম আহমেদ, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন সোমবার সকালে তাদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« May 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31