Login to your account

Username *
Password *
Remember Me
Saturday, 27 April 2024

Friday, 07 July 2023 03:41

নবীগঞ্জ আইনগাও সড়কে বড় বড় গর্ত ॥ ঝুঁকি নিয়ে চলাচল Featured

Written by
মোঃ হাসান চৌধুরী

বার্তা সম্পাদক : 

www.nabiganjerdak.com

www.tribute71.com

নবীগঞ্জ আইনগাও সড়কের অধিকাংশ স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। দুই বছর ধরে সংস্কার না হওয়ায় ৯ কিলোমিটারের সড়কটিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পথচারীরা। গতকাল বৃহস্পতিবারে সরেজমিনে দেখা গেছে, নবীগঞ্জ আইনগাও সড়কের নাদামপুর, বাউশা, চৌধুরী বাজার এলাকাসহ অধিকাংশ স্থানে বড় বড় খানাখন্দ। ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলছে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল পণ্যবাহী ট্রাক, মাহিন্দ্রাসহ ছোট-বড় যানবাহন। পথচারী এবং সাইকেল আরোহীরা প্রায়ই এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজনের অভিযোগ, সড়কটি সংস্কারে উদ্যোগ না নেওয়ায় এসব বড় বড় গর্ত তৈরি হয়েছে। মাঝে মধ্যে ইটের খোয়া দিয়ে গর্ত ভরাটের চেষ্টা করা হলেও লাভ হয়নি। নাদামপুর এলাকার বাসিন্দা সুমন মিয়া বলেন, রাস্তা মেরামত না করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কয়েক দিন আগে ইটের খোয়া ফেললেও তা উঠে গিয়ে আবার গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারনে নাদামপুরে রাস্তা ভেঙ্গে বড় বড় গর্ত হয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। বাইসাইকেল চালক তুহিন আলম রেজুয়ান বলেন, কয়েক দিন আগে তিনি গর্ত পাশ কাটিয়ে যাওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান। নবীগঞ্জ আইনগাও সড়কের বেশির ভাগ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নাদামপুর এলাকার রাস্তার অবস্থা খুব খারাপ। ওই এলাকা দিয়ে চলাচল করা খুব কঠিন। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবী জানান এলাকাবাসী।

Read 776 times
Rate this item
(0 votes)
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30