Login to your account

Username *
Password *
Remember Me
Monday, 20 May 2024

মোঃ আলমগীর মিয়া

মোঃ আলমগীর মিয়া

ভারপ্রাপ্তর সম্পাদক :

www.nabiganjerdak.com

www.tribute71.com

 নবীগঞ্জে ধান ক্ষেত নষ্ট করা ক্ষতিকর পোধা কিভাবে নিধন করা যায় সে বিষয়ে নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সার্বিক ব্যবস্থাপনা নবীগঞ্জের ৪০টি বøকে এক যোগে আলোক ফাদঁ স্থাপন করে কৃষকদেও নিয়ে কৃষি কর্মকতর্দার পরামর্শ সভা অনুষ্টিত হয়।। গত বুধবার রাতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার আলোক ফাদেঁর  মাধ্যমে নির্দিষ্ট এলাকার কৃষি জমিতে বিভন্ন ফসলের জন্য উপকারী ও ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয় করা হয়। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বøকে আলোক ফাদঁ স্থাপন করে বিভিন্ন উপকারী  পোকা যেমন, ক্যারবিড, বিটল লেডি বার্ড, বটল,জ্যামসেল ফøাই এবং ক্ষতিকর পোকার মধ্যে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, সুবজ পাতা ফড়িং পোকার উপস্থিতি লক্ষ্যে করা যায়। চলতি রোপা, আমন মৌসুমে ধানের ক্ষতিকর পোকা দমনে কৃষকদের আলোক ফাদঁ জমিতে পাচিংকরাসহ প্রয়োজন পরামর্শ প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি ৪০টি ব্লকে গিয়ে কৃষকদের পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা অজিত রঞ্জন দাসসহ বিভিন্ন বøকে আলোক ফাদঁ পরিদর্শন করেন এবং কৃষকদের পার্চিং করাসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু”র চাচা (অবঃ) শিক্ষক নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ চৌধুরী (৮০) (ফারুক মিয়া) আর নেই। ইন্নালিল্লাহি….. রাজিউন। বৃহস্পতিবার সকালে সিলেটের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা ওই দিনই বেলা ৫ টা ১৫ মিনিটে কুর্শী কার্প হ্যাচারী কমপ্লেক্সের সামনে সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উক্ত জানাযায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন. হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শাহ আবুল খায়ের, সিলেট জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগলুল হক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাছান চৌধুরী, ইউপি সদস্য দিলবাহার আহমদ দিলকাছ, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী চান মিয়া, ছাও মিয়া, ছানাওর আলী, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারন সম্পাদক মিলাদ হোসেন সুমন, নবীগঞ্জ উপজেলা যুব সংহতির সভাপতি এম এ মতিন চৌধুরী, সাধারন সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমুখ। 

 

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পরিবারের দুই শিশু সন্তানসহ এক প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ব্যবসায়ীর অন্তঃস্বত্তা স্ত্রী। নিহতের গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলায়। এ ঘটনায় যুক্তরাজ্য বাংলাদেশী কমিউনিটি ও পরিবার-পরিজনসহ তার নিজ গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আব্দুল কালামের ছেলে আলমগীর হোসেন সাজু (৩০), আলমগীরের দুই সন্তান জাকির হোসেন (৯) ও মাইরা হোসেন (৪)। যুক্তরাজ্যের গণমাধ্যম ও আলমগীরের স্বজনরা জানান- নিহতদের পরিবার বার্মিংহাম শহরের নিকটবর্তী ওয়ালসালের প্লেক শেরিডান স্ট্রিটের বাসিন্দা। আলমগীর হোসেন সাজু স্বপরিবারে একদিনের সফরে বার্মিংহাম থেকে লেস্টারে গিয়েছিলেন। গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ফেরার পথে তাদের বহনকারী বিএমডব্লিউ কারটিকে একটি লরি ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই সাজু ও তার ছেলে জাকির নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় মাইরা হোসেনের। এছাড়া ওই প্রবাসীর অন্তঃস্বত্তা স্ত্রী সেখানকার একটি হাসপাতালে আইসিইউতে রয়েছেন। এ প্রসঙ্গে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্যে বসবাসরত নূর উদ্দিন চৌধুরী বুলবুল বলেন- আলমগীর হোসেন সাজু বার্মিংহামের একজন ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব। তাদের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কল্যাণপুর গ্রামের বাসিন্দা কাজী ওবায়দুল কাদের হেলাল জানান- আলমগীর যখন ছোট ছিল, তখন দুইবার বাংলাদেশে আসে। এরপর দীর্ঘসময় অতিক্রম হলেও বাংলাদেশে আসেনি। তার মৃত্যুতে আমরা শোকাহত। কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামের নিহত আলমগীরের আত্মীয় জাকির হোসেন জানান- আলমগীর সপরিবারের দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আসেন না। গ্রামের বাড়ি কল্যাণপুরে তাদের বাড়ি রয়েছে তবে সেখানে কেউ এখন আর থাকেনা। তিনি বলেন- দেশে আলমগীরের এক চাচা ছিলেন আবুল হোসেন দুলা, তিনি প্রায় এক বছরপূর্বে মারা যান। তার অন্যান্য চাচারা যুক্তরাজ্যে বসবাস করেন। হঠাৎ আলমগীর ও তার ছেলে মেয়ের মৃত্যুর খবর পেয়ে আমরা হতভম্ব হয়ে গেছি।  দুর্ঘটনায় আলমগীরের অন্তঃস্বত্তা স্ত্রী গুরুতর জখম পেয়েছেন তার অনাগত সন্তান মৃত প্রসব করেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে তবেতার অবস্থা আশংজনক। কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান বলেন- কল্যাণপুর গ্রামের আলমগীর দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন। হঠাৎ সড়ক দুর্ঘটনায় আলমগীর তার ছেলে ও মেয়ের মৃত্যুর সংবাদে আমরা ইউনিয়নবাসী শোকে কাতর।তিনি আলমগীর তার ছেলে ও মেয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাদের আত্মার শান্তি কামনা করেন।

 

 হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক  আলহাজ্ব জিকে গউছ এর মুক্তির দাবিতে গতকাল সোমবার বাদ এশা হবিগঞ্জ জেলা যুবদলের আয়োজনে শহরের মশাল মিছিল অনুষ্টিত হয়। মশাল মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা যুবদলের আহবায়ক জালাল আহমদ।  এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সুমন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুবদল নেতা মোঃ দুলাল মিয়া, মোঃ মনজুর উদ্দিন মনজু, জালাল উদ্দিন সজলু, মোঃ জমির আলী, মোঃ আঃ কাইয়ুম, এডভোকেট জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, হোসাইন আহমেদ রানা, মোঃ মাসুক মিয়া, মোঃ আলমগীর মিয়া, এনামুল হক চৌধুরী, আঃ হান্নান নানু, আমিনুল ইসলাম আখন্জী, সাইদুর রহমান শামিম, মাহবুবুল আলম মালু, সাদেকুর রহমান লিটন, মোঃ মোশাহিদ আলী, মোঃ ফজলুর রহমান ফজলু, মোঃ জয়নাল আবেদীন, ওয়াহিদ মুরাদ, শামিম আহমেদ নাসির, মোঃ রওশন মিয়া, সৈয়দ আবু নাঈম হালিম, মোঃ আল আমিন, মোঃ নুরুল আমিন, নাসির উদ্দিন আফরুজ, আবুল হাসান আসাদ, মোত্তাকিন আহমেদ জয়নাল, তুষার রায়, জিয়াউল খাঁ, শেখ জাকারিয়া, আকলুছ মেম্বার, ইলিয়াস মিয়া, নাজমুল সিকদার, মোঃ আদম আলী, জাকির হোসেন, বাঘা জামাল, মোঃ জাহির মিয়া, আঃ কাইয়ুম, কামরুল ইসলাম তালুকদার,এখলাছ মিয়া, সামাদুল, মোঃ ফজলু মিয়া, মোবাসির আলম, তুহিন, অনিক, এমরান, সুজন, শাহজাহান প্রমূখ।

নবীগঞ্জ উপজেলার পাটলী গ্রামের মন্দিরের পুকুর থেকে গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ভাসমান অবস্থায় সমর সরকার (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে মৃতের ছুরতহাল শেষে হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের সমর সরকার (৭৫) বিভিন্ন স্থানে মন্দিরে, আখড়ায় পুজা ও কীর্তনে থাকেন। গত বুধবার সন্ধ্যায় তিনি করগাওঁ ইউনিয়নের পাটলী গ্রামে মন্দিরে জন্মাষ্টমীর অধিবাস অনুষ্ঠানে যান। সেখানে অধিবাস অনুষ্ঠান উপভোগ করে সবাই যার যার মতো করে চলে গেলেও তিনি মন্দিরে রাত্রি যাপন করেন। পর দিন বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে স্থানীয় লোকজন সমর সরকার (৭৫) কে মন্দিরের পাশের পুকুরে মৃত ভাসমান অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এসআই অনিক বাবু এর নেতৃত্বে একদল পুলিশ পুকুর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ছুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে মৃতের ছেলে সনজিৎ সরকার বলেন, তার বাবা মন্দিরে মন্দিরে পুজা-কীর্তনে বেশীর ভাগ সময়ই ব্যয় করতেন। বাড়িঘরে তেমন থাকতেন না। এসআই অনিক বাবু বলেন, খবর পেয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পানিতে পড়েই উনার মৃত্যু হয়েছে।

নবীগঞ্জে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক,হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ,হবিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল চৌধুরী, সাবেক সহ-সভাপতি তৌফিকুল ইসলামের  নিঃশর্ত মুক্তি ও
হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর  মিয়া ও উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন এর নেতৃত্বে নবীগঞ্জ পৌর ও উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নবীগঞ্জ শহরের বিভিন্ন মোড় পদক্ষিন করে মালিক টাওয়ার এর সামনে প্রতিবাদ সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা  যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিন আহমেদ,  রায়হানুল বারী, মহসিন আহমদ, সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, জাকির হোসাইন, ফুল মিয়া, আনোয়ার মিয়া, আকাশ আহমদ, মোঃ সামাদুল হক, সোহান মিয়া, মোঃ ওবাদুর মিয়া, তারেক আহমদ,সহ উপজেলা  ও  পৌর  যুবদলের  নেতৃবৃন্দ। সভায় বক্তরা বলেন,অবিলম্বে  জি কে গউছসহ বিএনপির,  যুবদল, ছাত্রদলের  সকল কারাবন্দী  নেতাদের মুক্তি  দিয়ে সরকার নির দলীয় নিরুপেক্ষ সরকারের অধিনে  আগামী  নির্বাচন  দিতে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে  সরকারকে বাধ্য করা হবে।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ শুনানি শেষে এ আদেশ দেন। গতকাল দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর জিডির সুষ্ঠু তদন্তের জন্য তাকে আরও ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবির এসআই আফতাবুল ইসলাম। অন্য দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার রিমান্ড ও জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার (২৯ আগস্ট) মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) জি কে গউছকে আটক করেন। পরের দিন বুধবার (৩০ আগস্ট) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর জিডির সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবির এসআই আফতাবুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। জিডির অভিযোগ থেকে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, পরস্পর যোগসাজশে জি কে গউছ তৎকালীন হবিগঞ্জ সদর ও লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এবং তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন। এ ঘটনায় ২০১৫ সালের ২৮ আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। ঘটনার পর থেকে ঢাকা ও এর আশপাশ এলাকায় আত্মগোপনে ছিলেন জি কে গউছ। তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, হত্যার ষড়যন্ত্রের রহস্য উদ্ঘাটন ও মামলার এজাহারনামীয় অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের জন্য জি কে গউছকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনে রিমান্ডে নেওয়া প্রয়োজন। গত ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত পদযাত্রায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ২১ আগস্ট জি কে গউছকে প্রধান আসামি করে ৭০০ এর মতো নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে পুলিশ। ওই মামলায় মঙ্গলবার জি কে গউছসহ হবিগঞ্জের ১৮৩ জন বিএনপি নেতাকর্মী হাইকোর্টে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এমডি আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন। এরপর হবিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ জানান, জি কে গউছ হাইকোর্ট থেকে জামিন নিয়ে মাগরিবের নামাজ পড়েন। এরপর আদালত এলাকা থেকে বের হলে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়।

 

নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হয়ে গেলো নৌকা বাইচ প্রতিযোগিতা। উৎসবমূখর পরিবেশে গ্রামবাংলার ঐহিত্যবাহী এই প্রতিযোগিতা দেখতে সমাগম ঘটে কয়েক হাজার দর্শনার্থীর। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্গাপুর, হোসেনপুর, আহমদপুর, কুমারকাদা, গালিমপুর, মাধবপুর, মথুরাপুর গ্রামবাসীর আয়োজনে কুশিয়ারা নদীর খেয়াঘাট এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইছ প্রতিযোগীতায় ৬টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে চুড়ান্ত খেলায় বিজয়ী হয় মৌলভীবাজারের শাহ মোস্তফা। দ্বিতীয় হয় সুনামগঞ্জের জগন্নাথপুরের পবন। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দীঘলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শাহ আবুল খায়ের, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, উপজেলা জাতীয় পাটির সভাপতি শাহ ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ এমরান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক ছৈইফা রহমান কাকুলী প্রমুখ। পরে বিজয়ী মৌলভীবাজারের শাহ মোস্তফা নৌকার মালিকের হাতে পুরুস্কার হিসেবে দেয়া হয় ফ্রিজ ও দ্বিতীয় হওয়া সুনামগঞ্জের জগন্নাথপুরের পবন নৌকার মালিকের হাতে টেলিভিশন তোলে দেয়া হয়। এমন আয়োজনে খুশি দর্শনার্থীরা। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজন করতে চান আয়োজকরা।

  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« May 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31