Login to your account

Username *
Password *
Remember Me
Friday, 10 May 2024

মোঃ আলমগীর মিয়া

মোঃ আলমগীর মিয়া

ভারপ্রাপ্তর সম্পাদক :

www.nabiganjerdak.com

www.tribute71.com

নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, যুক্তরাজ্য কমিউনিটি লিডার, নিউক্যাসল চেম্বার অফ কমার্স অফ ইন্ডাস্ট্রিটির সভাপতি ও নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টের চেয়ারম্যান মাহতাব মিয়া ।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নবীগঞ্জ উপজেলার আপামর জনসাধারণসহ, দেশ বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতি বছরে মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে  ঈদুল আযহা বা কুরবানির ঈদ। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন। সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে গড়ে উঠুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের সেতু-বন্ধন। সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত হোক কামনা করি। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে সবার জীবনে শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল আযহা। আমার জন্মস্থানের আপামর জনসাধারণ, নবীগঞ্জ উপজেলাবাসী, দেশ ও বিদেশে অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
 
 
 
 

সিলেটসহ৬ বিভাগে ‘তারুণ্যের সমাবেশ’ এর তারিখ ঘোষণা করা হয়েছে । ৬ বিভাগে তারুণ্যের সমাবেশের দিন একইস্থানে যুবলীগের কর্মসূচি ঘোষণাকে উসকানিমূলক বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

সালাউদ্দিন টুকু জানান, আগামী ৯ জুলাই সিলেট,  ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল,  ১৭ জুলাই খুলনা এবং সবশেষে ২২ জুলাই ঢাকায় এই সমাবেশ করবে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এই তারিখ কোনো অবস্থায় পরিবর্তন করা হবে না বলেও জানান নেতারা

হবিগঞ্জের নবীগঞ্জ  উপজেলার বাউসা ইউনিয়নের রিপাতপুর গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষের  পিতাপুত্র সহ একই পরিবারের ৪জন গুরুতর আহত হয়েছেন৷ আহতরা হলেন ওই গ্রামের প্রবীণ কৃষক আব্দুল মালিক (৭০), তাঁর ছেলে দিলাল মিয়া-( ৩৩),জিলদার মিয়া(৩৫) ও সিজিল মিয়া ( ৪০)৷ আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ১৫ জুন বৃহস্পতিবার সকাল অনুমান ৮ঘটিকায়৷ আহত সূত্রে জানাযায়, উপজেলার ওই গ্রামের প্রবীণ কৃষক আব্দুল মালিক মিয়া ও মনসুর মিয়ার সাথে একই গ্রামের মৃত মুসলিম উল্যার পুত্র মারাজ মিয়া গংদের সাথে রাস্তানিয়ে পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল এরই জেরধরে ঘটনার উল্লেখিত সময়ে পূর্ব পরিকল্পিত ভাবে মারাজ মিয়া সহ তার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে কৃষক পরিবারের লোকজনের উপর কয়েকদফা অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে বলে অভিযোগ করেন আহতরা৷ হামলার সময় ওই স্থানে সরকারী সার্ভেয়ার ও উপস্থিত ছিলেন বলে তারা জানান৷ কৃষক আব্দুল মালিক ও তার ছেলে দিলাল মিয়া বলেন,এই রাস্তাটি আমাদের চলাচলের একমাত্র রাস্তা৷ এই রাস্তানিয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা মোকদ্দমা হলে রাস্তাটির রায় আমাদের পক্ষে হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের লোকজনকে নানাভাবে নির্যাতন ও হয়রানী করে আসছে৷ আমরা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি৷ তাদের ভয়ে আহত পরিবারের লোকজন ঘরবাড়ীতেও যেতে পারছেননা বলে অভিযোগ করেন তারা৷

 নবীগঞ্জে দ্বিতীয় বারের মতো নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট'র আলোচনা সভার শেষে ও ফ্রিতে খাৎনার কাজ করা হয়। গত (১৬মে) মঙ্গলবার তাহিরপুর মাদ্রাসা বাজার সংলগ্ন খালেদা কমিনিটি সেন্টারে নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক "আলোচনা সভা ও ফ্রি সুন্নতে খাৎনা" অনুষ্ঠিত হয়।। ট্রাস্টের দাতা সদস্য চৌধুরী অনর উদ্দিন জাহিদের সভাপতিত্বে ও হাফিজ ইমরান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন ট্রাস্টের সদস্য আব্দুল করিম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র মুহতারাম এর সভাপতি আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এতে আর উপস্থিত ছিলেন কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ ও ইনাতগঞ্জ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন, নয়মৌজার মুরুব্বিয়ান, যুবক ও বিভিন্ন জায়গা থেকে আগত মেহমানবৃন্দ। এসময় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের অন্যতম সিনিয়র সদস্য আহসান হাবিব। এছাড়াও ট্রাস্টের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ,কয়েছ আহমেদ, শাহরান আহমেদ. আজাদ আহমেদ.,মাহমুদ হোসাইন, সুলতান আহমদ টিপু,কয়েছ আহমেদ,রিপন আহমেদ, আবদুর রহমান, সুমন আহমেদ,শেখ তারেক আহমেদ, মেহেদি হোসেন, তুফায়েল আহমেদ.সুহাগ আহমদ.শাহজাহান আহমেদ,মুহিতুর রহমান, তারিকুল ইসলাম মোহন, কাওছার আহমেদ,রহমত আলী, আল রাজি, সাইফুর রহমান,লিকছন আহমেদ, ফাহিম আহমেদ, হামিম আহমেদ, আলী আহমেদ,লিটন মিয়া, সামসুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানি সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় সবার কাছে কৃতজ্ঞতা জানান নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যবৃন্দ।

  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« May 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31