Login to your account

Username *
Password *
Remember Me
Sunday, 28 April 2024

Tuesday, 05 March 2024 05:25

নবীগঞ্জে মালিকানা জমিতে কাজ করতে বাধাঁ প্রাণে হত্যার হুমকি

Written by
মোঃ আলমগীর মিয়া

ভারপ্রাপ্তর সম্পাদক :

www.nabiganjerdak.com

www.tribute71.com

নবীগঞ্জে মালিকানা জমিতে সবজি চাষে বাধা দিয়ে প্রাণে হত্যার হুমকি দিয়েছে জমির মালিকের সৎ ভাইয়েরা। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর  গ্রামের মৃত লতিব উল্লা এর পুত্র হাজী মোঃ আব্দুল মালিক ৪ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাযায়,অভিযোগকারী আব্দুল মালিক একজন প্রবাসী।তিনি দীর্ঘদিন ধরে স্বপরিবার নিয়ে প্রবাসে বসবাস করে আসছেন। প্রবাসে থাকার সুবাদে আব্দুল মালিকের সৎ ভাই আব্দুল হামিদ ও আব্দুল খাছ বিভিন্ন ভাবে তার সম্পত্তি আত্মসাতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে।  তাদের অত্যাচারে তিনি পুরান বাড়ীর থাকার পর তার পাশে একটি নতুন বাড়ী তৈরী করি বসবাস করেন।  আব্দুল মালিক গত ২৯ ফেব্রুয়ারি তার মালিকানাধীন জমিতে চাষবাদ করার জন্য  জমির পাশে যান। তখন আব্দুল মালিকের সৎ ভাইয়েরা সবজি চাষ করতে বাঁধা প্রদান করে। তখন তিনি বলেন আমার জায়গায় সবজি চাষ করিতেছি আপনারা বাঁধা দেওয়ার  কে। এসময় আব্দুল হামিদ তার হাতে থাকা কোদাল দিয়া প্রাণে হত্যার উদ্দেশ্যে আঘাত করার জন্য এগিয়ে আসে। আব্দুল মালিকের শোর-চিৎকার শুনে আশ পাশের লোকজন এগিয়ে আসেন।  এসময়  তার সৎ ভাই আব্দুল হামিদ, আব্দুল খাছ ও আব্দুল হামিদের ছেলে মোঃ মুন্না, মোঃ ফাহিম প্রাণে হত্যার হুমকি প্রদান করে। এছাড়া আব্দুল মালিকের পিতার নামীয় পুকুর থেকে তারা জোর পূর্বক মাছ মেরে নিয়ে যায়। তিনি মাছ ধরতে গেলে বিবাদীগণ তাকে প্রাণে হত্যার হুমকি ধামকি প্রদান করে।
Read 108 times Last modified on Tuesday, 05 March 2024 05:31
Rate this item
(0 votes)
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30