Print this page
Thursday, 25 May 2023 13:54

নবীগঞ্জে করগাঁও ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্টিত

Written by
মোঃ হাসান চৌধুরী

বার্তা সম্পাদক : 

www.nabiganjerdak.com

www.tribute71.com

নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা করগাঁও ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার ২৫মে সকাল ১১টায় অনুষ্টিত হয়। ২০২৩- ২০২৪ অর্থ বছরের সর্বমোট আয় ২,৪০,৫০,৩৩৮ হাজার টাকা, সর্বমোট ব্যায় ২ কোটি ৩৭ লক্ষ১৩ হাজার ২ শত ২০ টাকা,উদ্বৃত্ত ৩ লক্ষ ৪০ হাজাত ৬ শত ১৮ টাকা দেখানো হয়।করগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানার সভাপতিত্বে ও করগাঁও ইউনিয়ন পরিষদ সচিব মোঃ শাজাহান মিয়ার পরিচালনায় পবিত্র কোরআন পাঠ করেন সোহান মিয়া ও গীতা পাঠ করেন অদ্য দাশ।উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য শেখ মোঃ শফিকুজ্জামান শিপন,নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মুর্শিদ আলী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া ।
এ সময় বক্তব্য রাখেন,  আঞ্জব আলী উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেয়াজুল রহমান জানু, বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়া, ইউনিয়ন পরিষদ সদস্য সাহিদুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিদু ভূষন দাশ, দর্নজয় দাশ আখল, অনন্ত দাশ, শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিনাল কান্তি দাশ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সর্বস্তরের সাধারন মানুষ প্রমুখ ।প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার বলেন, এলাকার উন্নয়ন করতে হলে সর্বসাধারনের সহযোগিতা প্রয়োজন। জীবনযাত্ররার মান উন্নয়নে শিক্ষা দিকে এগিয়ে যেতে হবে।

Read 1333 times
Rate this item
(0 votes)