Print this page
Monday, 25 March 2024 15:36

নবীগঞ্জে ভূট্টার বাম্পার ফলন Featured

Written by
মোঃ আলমগীর মিয়া

ভারপ্রাপ্তর সম্পাদক :

www.nabiganjerdak.com

www.tribute71.com

ভট্টা এখন আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রাম অঞ্চলে ভূট্টা চাষ করে সাবলম্বি হওয়ার স্বপ্ন দেখছেন অনেকেই। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের ৩ যুবক মিলে ভূট্টা চাষাবাদ শুরু করেন। সোমবার (২৫ মার্চ) দুপুরে ভূট্টা ক্ষেত দেখতে গিয়ে ভূট্টা চাষী সিজিল মিয়ার সাথে কথা হয়।  তিনি জানান, তাদের এই নতুন উদ্দ্যোগ নেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ভূট্টা চাষে অল্প খরচ, এতে লাভও ভাল হয়। তাই আমরা এ চাষাবাদে করছি। আমরা মোট তিন জনে ৬ বিগা অন্যের জায়গা রংজমা নিয়ে নবীগঞ্জ কৃষি অফিসের সহযোগিতায় আজ আমরা এ পর্যন্ত সফলতার মূখ দেখছি। খোঁজ নিয়ে আরো জানাযায়, নবীগঞ্জের বিভিন্ন স্থানেই ভূট্টা চাষ করছেন অনেককেই।এবার চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টার বাম্পার ফলনের আশাবাদী কৃষকরা। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবে বলে বিজ্ঞ মহল ধারণা করছেন। ভালো ফলনের আশায় উপজেলার কৃষকেরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও।

 

Read 170 times Last modified on Monday, 25 March 2024 15:40
Rate this item
(0 votes)