নবীগঞ্জে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ-শেরপুর রোডস্থ ছালামতপুর হাজারী কমিউনিটি সেন্টারে অনুষ্টিত মতবিনিময় সভা চলাকালে ছাত্রদলের দু’গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে পথচারীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারী বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় ৭টি মটর সাইকেল ও আসবাব পত্র এবং ১টি দোকান ভাংচুর হয়েছে। ঘটনার খবর পেয়ে থানার ওসি মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে করে। এ সময় ছাত্রদলের বিবদমান গ্রুপের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে। এ ঘটনায় নবীগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সংঘর্ষ এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
জানাযায়, গতকাল সোমবার দুপুরে শহরতলীর ছালামতপুর হাজারী কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরো গতিশীল করার লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ওমর ফারুক কাওসার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক আরিফুল হক আরিফ ও বিশেষ অতিথি ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জামিল হোসেন ও রায়হান উদ্দিন।
সভার শুরুতেই ছাত্রনেতা জহিরুল ইসলাম সোহেলের গ্রুপের নেতাকর্মীরা আগে থেকেই মঞ্চের চেয়ার দখলে নেয়। পরে ছাত্রনেতা রায়েছ আহমদ চৌধুরীর নেতৃত্বে তার গ্রুপের নেতাকর্মী নিয়ে অনুষ্টান স্থলে গিয়ে বসার জায়গা না পেয়ে উত্তেজিত হয়ে উঠে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় কেন্দ্রীয় নেতারা অনুষ্টান মঞ্চে আসলে উত্তেজনা আরো ব্যাপক আকার ধারণ করে।
এক পর্যায়ে সেন্টারের ভিতরেই চেয়ার নিয়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা মারামারি শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়। শুরু হয় উভয় পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই দেশীয় অস্ত্রের পাশাপাশি ইটপাটকেল ব্যবহার করেছে। সংঘর্ষে গুরুতর আহতরা হলেন জুলন মিয়া (২৩), পাবেল মিয়া (২৭), শরীফুল ইসলাম জুনেদ (২৮), সাইফুর রহমান বাবু (২৩), পথচারী মুছন মিয়া (২৫) ও পথচারী মহিম উদ্দিন (৭২)। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করে।
তবে পুলিশ আহতের খবর পাওয়া যায়নি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শরীফ আহমেদ আবিদ ও জুয়েল মিয়া নামের ২ জনকে আটক করেছে। তাদের বাড়ি হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বলে জানাগেছে। ভাংচুরকৃত ৭টি মটর সাইকেল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও ছাত্রলীগের নেতা রাসেদ চৌধুরীর একটি ব্যবসা প্রতিষ্টান ভাংচুর করা হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান জানান, ছাত্রদলের কর্মী সভায় দ’ুগ্রুপের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শহরে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো জানান, ২ জনকে আটক করা হয়েছে এবং সংঘর্ষে ভাংচুরকৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
Feb 04, 2023 5 নবীগঞ্জের সংবাদ
Feb 03, 2023 27 নবীগঞ্জের সংবাদ
Jan 29, 2023 16 নবীগঞ্জের সংবাদ
Jan 24, 2023 192 নবীগঞ্জের সংবাদ
Jan 23, 2023 67 নবীগঞ্জের সংবাদ
Jan 19, 2023 31 নবীগঞ্জের সংবাদ
Jan 12, 2023 49 নবীগঞ্জের সংবাদ
Jan 08, 2023 73 নবীগঞ্জের সংবাদ
Dec 28, 2022 75 নবীগঞ্জের সংবাদ
Dec 23, 2022 87 সংবাদ
Dec 22, 2022 92 নবীগঞ্জের সংবাদ
Dec 15, 2022 350 নবীগঞ্জের সংবাদ
Dec 12, 2022 126 নবীগঞ্জের সংবাদ
Dec 08, 2022 150 নবীগঞ্জের সংবাদ
Dec 02, 2022 234 নবীগঞ্জের সংবাদ
Dec 02, 2022 141 নবীগঞ্জের সংবাদ
Dec 02, 2022 199 নবীগঞ্জের সংবাদ
Nov 28, 2022 178 নবীগঞ্জের সংবাদ
Nov 22, 2022 193 নবীগঞ্জের সংবাদ
Nov 15, 2022 284 নবীগঞ্জের সংবাদ
Nov 15, 2022 307 নবীগঞ্জের সংবাদ
Nov 11, 2022 332 নবীগঞ্জের সংবাদ
Aug 24, 2019 2406 নবীগঞ্জের সংবাদ
Apr 14, 2020 1875 নবীগঞ্জের সংবাদ
Apr 20, 2020 1504 নবীগঞ্জের সংবাদ
May 06, 2020 1602 নবীগঞ্জের সংবাদ
Sep 25, 2019 1736 সংবাদ
Apr 25, 2020 1725 মতামত
Apr 27, 2020 1609 নবীগঞ্জের সংবাদ
Sep 25, 2019 1802 নবীগঞ্জের সংবাদ
Oct 23, 2019 1683 নবীগঞ্জের সংবাদ