বার্তা সম্পাদক :
www.nabiganjerdak.com
www.tribute71.com
নবীগঞ্জ উপজেলায় ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। এসময় ইটভাটায় থাকা কাঁচা ইট ধ্বংস করা হয়। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকস গুঁড়িয়ে দেয়।জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ জেলায় মোট ১১৯টি ইটভাটার মধ্যে ৩০টির পরিবেশগত ছাড়পত্র নেই এবং ৫০টির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে আরও আগেই। পরিবেশগত ছাড়পত্রের মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৩০টি ইটভাটার মধ্যে ইতিমধ্যে ২৬টি ইটভাটা বন্ধ করা হয়েছে। সম্প্রতি পরিবেশগত ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়া বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর বসিনা এলাকায় অবস্থিত নুরুল হক আছকির ও রফিক আহমেদের মালিকানাধীন নিউ রয়েল ব্রিকস, মিরপুরের মো. ইউসুফ আলীর মালিকানাধীন রবিন ব্রিকস, নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় অবস্থিত কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের মলিকানাধীন গোল্ড ব্রিকস ও বাংলাবাজার এলাকায় অবস্থিত ডাঃ মোঃ খয়রুল ইসলামের মালিকানাধীন মাস্টার ব্রিকস বন্ধে জেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠায় পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় অবস্থিত গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকসে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয় প্রশাসন। এসময় ইটভাটায় থাকা কাঁচা ইট ধ্বংস করা হয়। এরআগে গতকাল সোমবার দুপুরে পরিবেশগত ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়া বাহুবল উপজেলার বসিনা এলাকায় অবস্থিত নিউ রয়েল ব্রিকস ও মিরপুরে রবিন ব্রিকস গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন। এ প্রসঙ্গে অভিযানে নেতৃত্ব দেয়া হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস জানান- পরিবেশগত ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়ায় ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে।
নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার পরোয়ানায় পলাতক ২ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।রবিবার পুলিশ তাদেরকে শ্রীমতপুর,মিনাজপুর এলাকা থেকে গ্রেফতার করে।গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এএসআই সিদ্দিকুর রহমান,রুহুল আমীন,হিল্লোল তালুকদার, ছানোয়ার হোসেন,সুমন্ত কুমার নাথ ও সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জিআর (৭১/২০২৪),জিআর-৯৭/২০২৪ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীরা হল,মিনাজপুর গ্রামের মৃত কাচাঁ মিয়ার পুত্র মোঃ বাবরো মিয়া ওরফে বাবুল মিয়া (২৯),শ্রীমতপুর গ্রামের মৃত ইয়াকুত মিয়ার পুত্র মোঃ খালেদ মিয়া (২৫)।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন।
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মোল্লারাই গ্রামে অবৈধভাবে ফসলে জমি থেকে মাটি কাটার দায়ে মোঃ সিরাজুল ইসলাম চৌধুরীবনামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির হিড়িক পড়েছে। এ ব্যাপারে স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশ হয়। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারা দঃ বিঃ ১৮৬০ এর ১০৮৬ ধারায় মোল্লারাই গ্রামের দরবেশ চৌধুরীর পুত্র মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আইনি সহায়তা করেন নবীগঞ্জ থানার একদম পুলিশ। জরিমানার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন,অবৈধভাবে মাটিকাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।জানা যায়- সারাদেশের ন্যায় পবিত্র রমজান মাসে নবীগঞ্জ শহরে সিন্ডিকেটের মাধ্যমে বোতলজাত সয়াবিন তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অধিকমূল্যে বিক্রির অভিযোগ ওঠে। এতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।সোমবার দুপুরে পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে বানিয়াচং সেনাবাহিনীর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন সহকারে একদল সেনা সদস্য সহযোগীতা করে। অভিযানে প্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ওসমানী রোডের আল বারাকা এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা, বানী স্টোরকে ১৫ হাজার, জুনু স্টোরকে ১০ হাজার টাকা ও ফ্রিজে রাখা পুরাতন গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে ভাই-ভাই কসাইখানাকে ৫ হাজার অর্থদণ্ড করা হয়।এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন- পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও ফ্রিজে রাখা পুরাতন গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে অর্থদণ্ড করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামক স্থানে মাইক্রোবাস ও পিকাপের সংঘর্ষে অজ্ঞাতনামা ৬জন আহতের খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে এ দুর্ঘটনা সংঘটিত হয় । হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,(২৩ফেব্রুয়ারি) দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজারের সামনে (১১-০৬৬৬) শেরপুর ডিআই পিকাপ ও ঢাকাগামী এক্স নোহা ( ঢাকা মেট্র -চ ১৫-১২৮১) মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এজিএম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুঘটনা কবলিত পিকাপ ও মাইক্রোবাস শেরপুর হাইওয়ে থানায় পুলিশ জব্দ করেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান।
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতা বাজারের পার্শ্ববর্তী স্থানে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একটি প্রাইভেট গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৭ টায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। মহাসড়কে বন্ধ থাকা যান চলাচল স্বাভাবিক করেন। পরে হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যান। শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট শিশির চন্দ্র দাশ বলেন, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করি। এখন যান চলাচল স্বাভাবিক আছে। গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানাতে নিয়ে আসছি।এখন পর্যন্ত গাড়ির মালিক পক্ষ বা চালকের কোন সন্ধান পাওয়া যায় নি। অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান।
নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের কমলাপুর গ্রামে রাস্তার পাশে সরকারি খালে শ্বশান নির্মাণের চেষ্টা করে যাচ্ছেন বিষ্ণু কর, বিধু শব্দকর ও সন্টু দাশ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উক্ত স্থানে শ্বশান নির্মাণ না করার জন্য একালাবাসীর পক্ষে কমলাপুর গ্রামের মৃত গৌছ মিয়ার পুত্র মোঃ রুহেল মিয়া নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাযায়,কমলাপুর গ্রামে মুসলিম হিন্দু উভয় ধর্মের লোকের বসবাস। বিষ্ণু কর,বিধু শব্দকর ও সন্টু দাশ কমলাপুর গ্রামের শব্দকর হাটির লোকজনকে সাথে নিয়ে মুসলিম হাটির পাশ্ববর্তী সরকারী খালে ও গ্রাম্য রাস্তার পাশে শ্বশান ঘাট নির্মানের জন্য মাটি ভরাট করে রেখেছে। উক্ত স্থানে শ্বশান ঘাট নির্মান হলে মুসলিম হাটির লোকজনের মারাত্বক সমস্যার সম্মুখীন হতে হবে। মৃত ব্যক্তিকে শ্বশান ঘাটে পুড়ালে গ্রামের ছেলে মেয়েরা ভয় পাওয়ার সম্ভাবনা আছে। ধোয়ার কারণে শিশু বাচ্চাসহ এলাকাবাসীর শারীরিক ভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই গ্রামের মানুষ প্রতিদিন খালে গোসল করে এবং রান্নার হাড়ি-পাতিল ধৌত করে। তাই এলাকাবাসী উক্তস্থানে শ্বশান ঘাট নির্মাণ না করার জন্য দাবি জানান।
শনিবার রাত থেকে সারা দেশে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। তারই অংশ হিসেবে শনিবার গভীর রাতে যৌথ বাহিনী নবীগঞ্জের কৈলানপুর গ্রাম থেকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (৫৫)কে আটক করেছে। সকালে হবিগঞ্জ সদর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে।পুলিশ সুত্রে জানাযায়, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমম্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। তারই অংশ হিসেবে শনিবার দিবাগত গভীর রাতে বিভিন্ন অভিযোগে উপজেলার কুর্শি ইউনিয়নের কৈলানপুর গ্রামে নিজ বাড়ী থেকে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালকে আটক করে রাতেই হবিগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে হবিগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলা হাজতে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।