Login to your account

Username *
Password *
Remember Me
Tuesday, 08 October 2024

Friday, 06 September 2024

নবীগঞ্জ উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে মন মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এঘটনায় উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত মনা মিয়া (৬০) মোস্তফাপুর গ্রামের মৃত কদর উল্লাহর ছেলে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের তকমত উল্লাহর ছেলে ও সাবেক ইউপি সদস্য সাফু আলমের সঙ্গে মৃত কদর উল্লাহর ছেলে মনা মিয়ার বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার দুপুরে সাফু আলম ও মনা মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল ও পিকল নিক্ষেপ করা হয়। এসময় পিকলের আঘাতে বৃদ্ধ মনা মিয়া (৭০) নিহত হয়। সংঘর্ষে উভয়পক্ষের ২০জন আহত হয়। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, এরই জের ধরে সংঘর্ষ হয়। 

Published in Local News

বাহুবলে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র অরঙ্গ দেব (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। একই সাথে ওই দুর্ঘটনায় তার পিতা অর্জুন দেব গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি বাহুবল উপজেলার সম্ভুপুর গ্রামে। নিহত অরঙ্গ দেব পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সালাম জানান, অর্জুন দেব তার ছেলে অরঙ্গ দেবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে দিগম্বর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। তখন ঢাকা সিলেট মহাসড়কের দিগম্বর বাজারে ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসকে পেছনে ধাক্কা দেয় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের দ্রুতগামী একটি বাস। এ সময় মিতালী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় সামনে থাকা মোটরসাইকেলে। এতে বাসের চাপায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা অরঙ্গ দেব ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় তার বাবা মোটরসাইকেল চালক অর্জুন দেবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসচাপায় ছেলে নিহত ও বাবা আহত হওয়ার পর স্থানীয় লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং বিকেল ৫টার দিকে অরঙ্গের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

Published in News
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« September 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30