Login to your account

Username *
Password *
Remember Me
Sunday, 23 March 2025

Thursday, 04 July 2024

   লোকজনকে বলতে শুনি "দেশে শুধু টাকা আর টাকা"  কাউকে বলতে শুনিনি, "দেশে শুধু সম্পদ আর সম্পদ"??

মিডিলিস্ট টাকার কুমির পেট্রোডলারে , ইউরুপ আমেরিকা  শিল্প বিপ্লবে, বাংলাদেশ টাকার কুমির বনতে শুরু করেছে কোন বিপ্লবের মাধ্যমে  ?

শেখ হাসিনা দুর্নীতির প্রতি জিরো টলারেন্স ঘোষণা মিডিয়া থেকে   দুর্নীতি উহ্য  !!  

   অতিথির পত্র:    বাংলা দেশ  ঘুরে আসা আমার গনিষ্ট  বন্ধুর মন্তব্য হলো  "বাংলাদেশে শুধু টাকা আর টাকা," কে কি কাজ করতেছে এটি  বড় কথা নয়  ," লোকজন দুহাতে টাকা কামাচ্ছে - এটি সত্যি কথা ", তার কথার   হাব ভাবে দেখে আমার মনে হলো, " বাদলা  দিনে গ্রামের মেঠো  কাঁদায় গড়াগড়ি করে উজাইয়ের কৈ ধরার মত দেশের লোকজন টাকার উপর গড়াগড়ি খাচ্ছে!!! "

বাংলা  দেশ থেকে ঘুরে আসা  অনেকেই আমেরিকায়  গাধার খাটুনি জীবন নিয়ে হা হুতাশ করে বলেন ," আমরা কাক ডাকা ভোরে  কাজে যাই আর রাত্রে বাড়ি ফিরি, এতো কষ্ট করার পরও  মাস শেষ বিল পে করে  তেমন কোন ব্যাঙ্ক ব্যালেন্স  থাকেনা , অথচ বাংলাদেশে রেখে আসা  বেক বেঞ্চার  বন্ধুরা এটি সেটি করে  এখন  কোটি  কোটি টাকার মালিক বনে  গেছে।  দেশে গিয়ে  তাদের সাথে দেখা করতে হলে এখন ফাইভ স্টার হোটেলে যেতে হয়, তারা এখন সেখানে নিয়মিত বোর্ডার !!

উনিশ সত্তরে মিডিলিস্ট টাকার কুমির বনে যায় পেট্রল উৎপাদনের মাধ্যমে  , ইউরুপ আমেরিকা টাকার কুমির বনে যায় শিল্প বিপ্লবের মাধ্যমে।  কিন্তু আজকের বাংলাদেশে লোকজন টাকার কুমির বনতে শুরু করেছে কোন বিপ্লবের মাধ্যমে - কৃষি  নাকি শিল্প বিপ্লব:  আমি বুঝে উঠতে পারতেছিনা!!!

  কোরবানির জন্য ১৫ লক্ষ টাকায়  ছাগল আর  কোটি টাকায়  গরু কেনার প্রতিযোগিতা দেখে আমার প্রশ্ন জাগে বাংলাদেশে এমন কোন  বিপ্লব ঘটে গেছে যাতে  লোকজনের হাতে  পানির মত টাকা চলে এসেছে?

   ২০১৮ সালের নির্বাচনের পূর্বে শেখ হাসিনা দুর্নীতির প্রতি জিরো টলারেন্স ঘোষণা করার  পর থেকে গত দুমাস পূর্ব পর্যন্ত ( ব্যক্তিগত রেষারেষির কারনে  কালের কণ্ঠের করা বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির খবর ছাড়া ) কোন পত্র পত্রিকায় আর কোন দুর্নীতির  খবর প্রকাশিত হয়নি।

   সব ধরনের   পত্র পত্রিকা , ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা  শেখ হাসিনার  দুর্নীতির প্রতি জিরো টলারেন্সের মানে  দাঁড় করালো  শেখ হাসিনার  দুর্নীতি শব্দটাতে এলার্জি, তাই তাদের   পত্র পত্রিকা এমনকি ইলেক্ট্রনিক মিডিয়া থেকে   দুর্নীতি নিয়ে  সব  ধরণের    খবরা খবর ছাপা নিষিদ্ধ করে ফেল্লো !

(অসমাপ্ত) 

পাঠকের চিঠি: মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। 

Published in World News
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« July 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31