Login to your account

Username *
Password *
Remember Me
Monday, 21 April 2025

Monday, 24 February 2025 16:35

শায়েস্তাগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক থাকায় ক্ষোভ, সমালোচনার ঝড় Featured

Written by নিজেস্ব প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ২০২৫ পুরস্কার বিতরণ ও মা সমাবেশে দুই আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমী এবং আওয়ামী লীগ নেতা আলী হোসেন। পুরস্কার বিতরণের একটি ছবি ফেসবুকে প্রকাশ হলে শুরু হয় নানামুখী আলোচনা‌ ও সমালোচনা।ছবিতে দেখা যায় মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস পুরস্কার বিতরণ করছেন। এক পাশে রয়েছেন অনুষ্ঠানের সভাপতি শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজমল হোসেন। অন্যপাশে রয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমী ও আওয়ামী লীগ আলী হোসেনসহ অন্যান্যরা।এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা এ ঘটনার বিচার দাবি করেছেন।সহকারী শিক্ষক লাকি আক্তারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান। প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অভিভাবক সভাপতি সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন রুমি ও আলী হোসেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজমল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন- শায়েস্তাগঞ্জে আমি যোগদান করেছি বেশি দিন হয়নি। এখনও সবার সঙ্গে আমার পরিচয় হয়নি। অনুষ্ঠান আয়োজন করে বিরামচর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এখানে কারা এসেছে, স্কুলের প্রধান শিক্ষকসহ শিক্ষকরা ভালো বলতে পারবেন।

Read 208 times
Rate this item
(0 votes)
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« April 2025 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30