নবীগঞ্জ পৌরসভার তিমিরপুর এলাকায় অবৈধভাবে ফসলে জমি থেকে মাটি কাটার দায়ে ভুট্টু মিয়া নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির হিড়িক পড়েছে। এ ব্যাপারে স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশ হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারা দঃ বিঃ ১৮৬০ এর ১০৮৬ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় আইনি সহায়তা করেন নবীগঞ্জ থানার একদম পুলিশ। জরিমানার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন,অবৈধভাবে মাটিকাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।ভুট্টু মিয়া তিমিরপুর এলাকার শেখ ফরিদ মিয়ার পুত্র। আওয়ামীলীগ সরকার থাকাকালীন সময় আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর ছত্রছায়ায় ত্রাতের রাজত্ব কায়েম করে। আওয়ামীলীগ সরকার থাকাকালীন সময়ে তার অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য স্থানীয় সাংবাদিকরা সরজমিনে গেলে তাদেরকে ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন ভাবে হেনেস্তা করে। শুধু তাই নয় বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও তহশিলদারদের সাথেও খারাপ আচরণ করে। ভুট্টুর জরিমানার খবরে এলাকার মানুষদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকার মানুষ স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।