নবীগঞ্জে ছুরির আঘাতে আহত হওয়া হাফিজুর রহমান (৪২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাফিকুর রহমানের মৃত্যুর খবর পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানাযায়, নবীগঞ্জে উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের হাফিজুর রহমান ও চৈতন্য পুর গ্রামের আহাদ মিয়ার পুত্র শিপন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। শিপন মিয়া ক্ষিপ্ত হয়ে হাফিজুর মিয়াকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গত রবিবার (২৫ আগষ্ট) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। এ সময় আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন।ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ৩ দিন আই,সি,ইউতে থেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, হাফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।