বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করবে। তরুণ সমাজের প্রত্যাশাকে অগ্রাধিকার দিবে। আমাদের ধর্মীয় সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতির যে দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে তা ধরে রাখতে হবে। দুয়েকজন দুষ্ট লোক দুষ্টামি করার চেষ্টা করেছে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সকল ধর্মের মানুষ, সকল দলের মানুষ একসাথে বসবাসের যে অতিহ্য রয়েছে বিএনপিকে তা ধরে রাখতে হবে।
তিনি গতকাল সোমবার হবিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কামড়াপুর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মধ্যে ত্রান বিতরণকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনু, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, সদস্য এম জি মোহিত, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, মোঃ নাহিজ, জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক শরীফ, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, এডভোকেট গুলজার খান, আব্দুল কাইয়ুম মেহরাজ, সজলুর রহমান সজলু, লিটন আহমেদ, মহিবুর রহমান টিপু, ছালেক মিয়া, আব্দুর রউফ, আক্কাস আলী, আনিসুজ্জামান জেবু, কামাল খান, মামুন আহমেদ, আব্দুর রউফ মোল্লা, সিরাজুল ইসলাম, হান্নান মিয়া, মতিউর রহমান মসকুদ, ইদু মিয়া, গোলাপ খান, জয়নাল আবেদিন, মাহবুবুর রহমান মাহবুব, আব্দুল ওয়াহেদ, ইসলাম উদ্দিন, শাহজাহান মিয়া, এমরান মিয়া, শাহিন আলম, শাহীন আহমেদ প্রমুখ।