September 27, 2022
Thursday, 03 October 2019 12:06

হেযবুত তওহিদ নিষিদ্ধের দাবিতে উত্তাল নবীগঞ্জ

✍ মোঃ নাবেদ মিয়া, প্রধান প্রতিবেদক


 
 আইন শৃংঙ্খলা বাহিনীর কালো তালিকাভুক্ত হেযবুত তওহিদ নিষিদ্ধের দাবিতে নবীগঞ্জে উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে। এনিয়ে নবীগঞ্জ সর্বদলীয় উলামা পরিষদের উদ্যোগে সর্বসাধারণ মানুষ ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন প্রমুখ। উল্লেখ্য দুই মাস যাবত নবীগঞ্জে হেযবুত তওহিদ নামে একটি সংঘটনের আত্মপ্রকাশ হয়। এরপর থেকেই এই সংঘটনের সদস্যরা পবিত্র ইসলামের ঈমান বিধ্বংসী আক্বিদা প্রচারে লিপ্ত হয়। এসময় নবীগঞ্জে বিশিষ্ট আলেম সমাজ প্রতিবাদ করলে হেযবুত তওহিদের নবীগঞ্জ উপজেলা শাখার সভাপিত জসিম উদ্দিন বাদী প্রায় ৯ টি মসজিদের ইমামের নাম হবিগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে হেযবুত তওহিদ কে নিষিদ্ধের দাবিতে ও ইমামদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। উক্ত সমাবেশে হবিগঞ্জ ১ আসেনর এমপি শাহনওয়াজ মিলাদ গাজী বলেন, ইসলামের ঈমান বিধ্বংসী আক্বিদায় লিপ্ত থাকা হেযবুত তওহিদকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানানোর কথা জাতীয় সংসদে কথা বলবেন। এই সংঘটনকে নিষিদ্ধ করার দাবি জানাবো। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন সিলেট দরগা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশ্বাস, বৃহত্তর সিলেটের বিশিষ্ট বক্তা মাওলানা নুরুল হক নবীগঞ্জীসহ আরো অনেকে। হেযবুত তওহিদের সদস্যরা ভয়ানক জঙ্গি সংগঠনের সাথে ও সম্পৃত রয়েছে বলে ধারনা করছেন নবীগঞ্জ উপজেলাব

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular