September 27, 2022
Friday, 02 September 2022 14:46

হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা নবীগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মন্নাফের ১৭তম মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি

দৈনিক নবীগঞ্জের ডাক 

নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজ সেবক হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা মরহুম আব্দুল মন্নাফের ১৭তম মৃত্যু বার্ষিকী আজ শুক্রবার(০২ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো কোরআন খতম, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ। মরহুমের বাসভবন ও মসজিদে এসব কর্মসূচী পালিত হয়। মরহুম আব্দুল মন্নাফ নবীগঞ্জ উপজেলা জাসদের প্রতিষ্টাতা সভাপতি ছিলেন। নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মোতায়ল্লী, নবীগঞ্জ ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি লন্ডনে মুক্তিযোদ্ধের সংগঠকের দায়িত্বও পালন করেন। তিনি দৈনিক সিলেট মিরর পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি,দৈনিক হবিগঞ্জের মুখ ও দৈনিক শায়েস্তাগঞ্জ এর বিশেষ প্রতিনিধি এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদ এর সভাপতি আনোয়ার হোসেন মিঠুর পিতা। সাংবাদিক মিঠু সকলের কাছে তার পিতার জন্য দোয়া কামনা করেছেন।

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular