September 27, 2022
Monday, 25 July 2022 06:58

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

মোঃ হাসান চৌধুরী.

বার্তা সম্পাদক : দৈনিক নবীগঞ্জের ডাক। 

ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বডচর নামক স্থানে সকালে  একটি কাভার্ট ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রাক। ওই সময় ধাক্কায় ট্রাক চালক  আজিজ মিয়া (৫০)ঘটনাস্থলে নিহত হন।সোমবার সকালে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও পুুলিশ সূত্রে জানাযায়,ঢাকা থেকে সিলেট গামী মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৪৩৯৯) সিলেট গ্রামী কাভার ভ্যান (ঢাকা মেট্রো ট ২০-৮৮০৭)কে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক চালক ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মৃত কালু মিয়ার পুত্র আজিজ মিয়া (৫০) নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরাদেহ উদ্ধার করে হাইওয়ে থানা নিয়ে আসেন।শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ পরিমল দেব দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,দুর্ঘটনায় কবলিত গাড়ী উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular